Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

বাংলাদেশের জয়ে হোয়াটমোর-স্যামির অভিনন্দন

প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা: বাংলাদেশ দল টেস্টে প্রথম জয়ের স্বাদ পেয়েছে ডেভ হোয়াটমোরের প্রশিক্ষণে। প্রথম টেস্ট এবং ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাসও তার আমলেই। বাংলাদেশ দলের ভাবমর্যাদা বদলে দেয়ার এই কারিগর জিম্বাবুয়ের কোচ হয়ে এসে দেখেছেন বাংলাদেশের কাছে জিম্বাবুয়ের হার। এবার টেলিভশনে দেখলেন ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে বাংলাদেশের জয়। নিজের দেখা স্বপ্ন বাংলাদেশ ক্রিকেট দল এখন পূরণ করতে পারায় ভীষণ খুশি বরিশাল বুলস কোচ ডেভ হোয়াটমোরÑ ‘আমি যা করতে পারিনি, ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জিতে বাংলাদেশ পেরেছে তা। আমি মনে করি এটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ বিজয়। অভিনন্দন বাংলাদেশকে।’ ২০০৩ থেকে ২০০৭ পর্যন্ত ছিলেন বাংলাদেশ দলে। সেই বাংলাদেশ গত এক দশকে যেভাবে বদলে গেছে, তাতে রীতিমতো বিস্মিত হোয়াটমোরÑ ‘আমি এখন অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি। ক্রিকেট বোর্ড কঠোর পরিশ্রম না করলে এ জয়টা পেতো না বাংলাদেশ দল। খুব ভালো কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফ পেয়েছে বাংলাদেশ দল। খেলোয়াড়দের দক্ষতা বেশ ইতিবাচক এখন।’
ঢাকা টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে দেয়ার প্রশংসা ঝরেছে স্যামীর কণ্ঠে। ওয়ানডে সিরিজও জিততে পারতো বাংলাদেশ, তা মনে করছেন এই ক্যারিবিয়ানÑ‘খুব আগ্রহ নিয়েই আমি ম্যাচটি দেখেছি। দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ। অ্যালিস্টার কুক যেমনটা বলেছে, আমিও একই কথাই বলতে চাই। এমনকি আমার মতে, ওয়ানডে সিরিজটিও বাংলাদেশের জেতা উচিত ছিল। টেস্ট ম্যাচে কঠিন মুহূর্তগুলোতে যখন সামাল দিয়ে কোনো দল জয় করতে শুরু করে, তখনই ম্যাচ জয়ও ধরা দেয়। এই টেস্টে বাংলাদেশ এমনটাই করে দেখিয়েছে। বাংলাদেশে জন্য দারুণ ইতিবাচক।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশের জয়ে হোয়াটমোর-স্যামির অভিনন্দন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ