Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উন্নত রাষ্ট্রের মত বাংলাদেশের সকল মানুষকে ভাতার আওতায় আনতে কাজ করছে সরকার- জকিগঞ্জে পরিকল্পনামন্ত্রী

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২২, ৩:১৯ পিএম

পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, বাংলাদেশ এখন অনেক রাষ্ট্রকে টপকে উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। বাংলাদেশের মাথাপিছু আয় বেড়ে এখন ভারত, পাকিস্তান, নেপাল, মিয়ানমারের চাইতে বেশি হয়েছে। উন্নত রাষ্ট্রের মত বাংলাদেশের সকল মানুষকে ভাতার আওতায় আনতে সরকার কাজ করছে। আগামী ১৮ তারিখ প্রধানমন্ত্রীর নেতৃত্বে সভা হবে। সেই সভায় সকল মানুষের ভাতার আওতায় আনার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তিনি বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে, এগিয়ে যাচ্ছে।

গতকাল (রোববার) সন্ধ্যায় সিলেটের জকিগঞ্জ পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে উদ্যোগে লন্ডনের ক্রয়ডন বারার মেয়র শেরওয়ান চৌধুরীর সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনা মন্ত্রী। বিভিন্ন বক্তার বক্তব্যের সূত্রধরে জকিগঞ্জের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বলেন, সীমান্ত এলাকার নদী ভাঙন রোধে ইতোমধ্যে স্থানীয় সংসদ সদস্যর সঙ্গে আলোচনা করে ২ হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রয়োজনে ঘষামাজা করে ৫ হাজার কোটি টাকার বরাদ্ধ করা হবে কিন্তু স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করতে হবে। জকিগঞ্জে সাপ্লাইর পানির সরবরাহের দাবীর প্রেক্ষিতে বলেন, সাপ্লাইর বিশুদ্ধ পানি সরবরাহের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। অনুষ্ঠানে জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সহ সভাপতি সৈয়দ মতলুব রেজার সভাপতিত্বে এবং জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সহ সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, রাজনীতিবিদ এমএজি বাবর ও সাংবাদিক জুনেদ আহমদ চৌধুরীর যৌথ পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্যে লন্ডনের ক্রয়ডন বারার মেয়র শেরওয়ান চৌধুরী বলেন, দেশে এসে নিজ এলাকায় সংবর্ধিত হয়ে নিজেকে গর্বিত মনে করছেন। নতুন প্রজন্মকে ভালো করে লেখাপড়া করার পরামর্শ দিয়ে তিনি বলেন, সকলের উচিৎ নতুন প্রজন্মমের শিক্ষার ব্যবস্থা নিশ্চিতে কাজ করা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরিকল্পনামন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ