নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশ ফুটবলের প্রতিচ্ছবি এখন নারী ফুটবলাররা। আন্তর্জাতিক অঙ্গনে নানা পর্যায়ে সাফল্য এনে দিচ্ছেন তারাই। সেই নারী ফুটবলারদের অধিকাংশই বয়সভিত্তিক দলের। বেশিরভাগই কলেজ পড়ুয়া, কয়েকজন অবশ্য স্নাতক পর্যায়ে পড়ছেন। এবার এইচএসসি পরীক্ষার্থী ছিলেন দুই জন। এরা হলেন- ফরোয়ার্ড মার্জিয়া আক্তার ও নিলুফা ইয়াসমীন নীলা। মাঠের খেলায় শিরোপা জেতার পাশাপাশি পড়ার টেবিলেও তারা দারুণ মুন্সিয়ানা দেখিয়েছেন। গতকাল এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর দেখা যায় কুষ্টিয়ার নীলা অসাধারণ ফলাফল করেছেন। বাণিজ্য বিভাগ থেকে তিনি ৪.৭৫ পয়েন্ট পেয়েছেন। আর কলসিন্দুরের মার্জিয়ার পয়েন্ট ৩.২৫। মেয়েদের এমন সাফল্যে দারুণ খুশি বাংলাদেশ নারী দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন, ‘আমাদের নারী ফুটবল দলে পাশের হার শতভাগ। এজন্য খুব আনন্দিত আমরা। এবারের এইচএসসি পরীক্ষার আগে নীলা ও মার্জিয়া খেলার পাশাপাশি পড়াশোনায় মনযোগী ছিল। আগামী বছর আরো কয়েকজন এইচএসসি পরীক্ষা দেবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।