গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
খুলনা ব্যুরো : খুলনা সিটি কর্পোরেশনের রাস্তার পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে কেসিসি অভিযান চালিয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে এ অভিযান চালানো হয়। কেসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিয়াসুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিয়াসুর রহমান জানান, দীর্ঘদিন ধরে কেসিসি’র সড়কের দু’পাশ দখল করে অবৈধভাবে দোকান পাট বসানো হয়। এতে ছোট বড় যান চলাচলে ব্যাপক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। দীর্ঘ যানজটের কবলে পড়ে মানুষজন। এ জন্য বৃহস্পতিবার সকাল থেকে অভিযান চলে।
এ সময় নগরীর দৌলতপুর, মুজগুন্নি আবাসিক এলাকা, আবু নাসের হাসপাতাল এলাকা ও সোনাডাঙ্গা এলাকায় অভিযান চলে। এ সময় প্রায় ২ শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।