নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
গত মাসে লা লিগায় এলচের বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে পায়ের পেশিতে চোট পান করিম বেনজেমা। এরপর খেলতে পারেননি রিয়ালের সবশেষ দুই ম্যাচে। লিগে গত রাতেই ভিয়ারিয়ালের মুখোমুখি হয়ে স্পেনের সফলতম দলটি। এই ম্যাচেও বেনজেমার খেলার সম্ভাবনা ছিল ক্ষীণ। চোট কাটিয়ে এখনও দলের সঙ্গে অনুশীলনেই ফেরেননি করিম বেনজেমা। চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে পিএসজির বিপক্ষে তার খেলা নিয়ে রয়েছে তাই ঘোর সংশয়। তবু ম্যাচটিতে ফরাসি এই ফরোয়ার্ডকে পাওয়ার ব্যাপারে আশাবাদী রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।
মৌসুমের শুরু থেকে দারুণ ছন্দে আছেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার। লা লিগায় এখন পর্যন্ত করেছেন সর্বোচ্চ ১৭ গোল। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ৫টি। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৮ ম্যাচে জালের দেখা পেয়েছেন ২৪ বার। পিএসজির বিপক্ষে আক্রমণভাগের মূল তারকাকে না পাওয়াটা রিয়ালের জন্য হবে বড় ধাক্কা। প্যারিসের দলটির মাঠে প্রথম লেগের ম্যাচটি হবে আগামী মঙ্গলবার। আনচেলত্তি অবশ্য গতপরশু রাতের সংবাদ সম্মেলনে দেখালেন আশার আলো। তবে বেনজেমাকে নিয়ে কোনো ঝুঁকি যে তারা নেবেন না, জানিয়ে দিলেন সেটাও, ‘(পিএসজির বিপক্ষে বেনজেমার ফেরা নিয়ে) আমরা আশা করছি, সেও ভালো অনুভব করছে। দেখা যাক সে রোববার বা সোমবার দলের সঙ্গে অনুশীলন করতে পারে কি-না। সবাই ইতিবাচক, তবে এই দুদিনে (তার খেলার ব্যাপারে) সিদ্ধান্ত নেওয়া হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো খেলোয়াড়ের স্বাস্থ্য। আমরা কোনো ঝুঁকি নেব না। আমাদের সবকিছু বিবেচনা করতে হবে। সে যদি মঙ্গলবার খেলে, তার মানে হলো কোনো ঝুঁকি নেই।’
বেনজেমার মতোই প্রথম লেগে অনিশ্চিত চোটের কারণে দুই মাসের বেশি সময় ধরে মাঠের বাইরে থাকা পিএসজি ফরোয়ার্ড নেইমার। সদ্যই অনুশীলনে ফিরেছেন এই ব্রাজিলিয়ান তারকা। নেইমারের না থাকাটা রিয়ালকে দিতে পারে বাড়তি সুবিধা। তবে সেভাবে ভাবছেন না আনচেলত্তি। ইতালিয়ান এই কোচের আশা, হাইভোল্টেজ ম্যাচটিতে বেনজেমার পাশাপাশি খেলবেন নেইমারও, ‘আমি আশা করি, বেনজেমা ও নেইমারের মতো সেরা খেলোয়াড়রা যেন খেলতে পারে। সেরা খেলোয়াড়রা খেললে আমরা সম্ভাব্য সবচেয়ে বিনোদনময় লড়াই দেখতে পাব।’
এমন একটি দ্রুপদী লড়াইয়ের আগে নিজেদের সেরা ছন্দের আভাস দিয়েই যাচ্ছে পিএসজি। গতপরশু রাতে ঘরের মাঠে লিগ ওয়ানে রেনকে ১-০ গোলে হারিয়েছে প্যারিসের দলটি। শেষ মুহূর্তে জয়সূচক একমাত্র গোলটিও এসেছে মেসি-এমবাপের যুগলবন্দীতে। মেসির বাড়ানো বল বাঁ দিকে পেয়ে নিচু শটে লক্ষ্যভেদ করেন এমবাপে। লিগে এই নিয়ে টানা ১৫ ম্যাচে অপরাজিত রইল দলটি। আসরে তারা একবারই হেরেছে, গত অক্টোবরে এই রেনের মাঠে ২-০ গোলে। ২৪ ম্যাচে ১৮ জয় ও ৫ ড্রয়ে পিএসজির পয়েন্ট হলো ৫৯। এক ম্যাচ কম খেলে ৪৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে মার্সেই। তিন নম্বরে নিসের ৪২ পয়েন্ট। পিএসজির সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে রেন। লিগে টানা চার জয়ের আত্মবিশ্বাস নিয়ে আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামতে যাচ্ছে পিএসজি। শেষ ষোলোর প্রথম লেগে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলবে মেসি-এমবাপেরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।