Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংজ্ঞাহীন সঞ্চালক!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০০ এএম

আইপিএলের মেগা নিলামে তখন তৃতীয় সেটের বিডিং চলছিল। শ্রীলঙ্কান অলরাউন্ডার ভানিন্দু হাসারাঙ্গাকে দলে পেতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পাঞ্জাব কিংস আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দরদামের মধ্যে আচমকা মাটিতে ঢলে পড়লেন নিলাম পরিচালক হিউ এডমিডস। তাতে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় নিলাম কার্যক্রম।
গতকাল ব্যাঙ্গালুরুর একটি অভিজাত হোটেলে দুপুরে শুরু হয় আইপিএলের মেগা নিলাম। প্রথম দুই সেট ঠিকঠাকভাবে হওয়ার পর তৃতীয় সেটে ঘটল এই বিপত্তি। পাঞ্জাবের সঙ্গে লড়াই করে হাসারাঙ্গাকে পেতে বেঙ্গালুরু ১০ কোটি ৭৫ লাখ টাকার দাম হাঁকার পরই দেখা যায় মাটিতে ঢলে পড়ে গেছেন এডমিডস। তাকে চিকিৎসার ব্যবস্থা করে আবার বাংলাদেশ সময় বিকাল ৪টায় নিলাম প্রক্রিয়া ফের শুরু হবে। ধারাভাষ্যকার গৌতম ভিমানী ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে জানিয়েছেন, এডমিডস এখন ভালো আছেন। তবে তিনি একটু ঘাবড়ে গেছেন। তবে এডমিডস আর নিলাম পরিচালনা করার অবস্থায় নেই। তার জায়গায় চারু শর্মাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ২০১৮ সালে রিচার্ড মেডলির কাছ থেকে নিলাম পরিচালনার ভার নিয়েছিলেন ব্রিটিশ পেশাদার নিলাম পরিচালক এডমিডস। ৩৫ বছরের ক্যারিয়ারে বিভিন্ন রকমের প্রায় আড়াই হাজার নিলাম সঞ্চালনা করেছেন তিনি। আইপিএলেও আগে পাঁচবার সফলভাবে নিলাম সম্পন্ন করেছেন ৬০ বছর বয়সী এডমিডস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংজ্ঞাহীন সঞ্চালক

১৩ ফেব্রুয়ারি, ২০২২
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ