Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সন্তান খুন করেছে বয়ফ্রেন্ড, মায়ের কারাদণ্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

সন্তানের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় মাকে ১৬ মাসের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। রেবেকা হগের দুই বছর বয়সী ছেলেকে হত্যা করে তার প্রেমিক। কিন্তু সন্তানের সুরক্ষা দিতে না পারার দায়ে তার বিরুদ্ধে এই সাজা ঘোষণা করেন আদালত। শিশু রায়ডা হত্যাকাণ্ডে গত বছরের নভেম্বরে অভিযুক্ত হন ২৯ বছর বয়সী রেবেকা। তাকে ১৩ মাস কারাগারে কাটাতে হবে। বিচার চলার সময় ইতোমধ্যে তিন মাস কারাগারে কাটিয়েছেন। ২০২০ সালে নববর্ষে শিশু রাইডারের লাশ উদ্ধার করে পুলিশ। ওইদিন ভোরে কাজ শেষে বাড়ি ফিরে সন্তানকে মৃত অবস্থায় পান রেবেকা। এ ঘটনার পর তার বয়ফ্রেন্ড ক্রিস্টোফার ট্রেন্ড পালিয়ে যায়। শুনানিতে রেবেকা আদালত বলেন, ধারণা ছিল না যে ট্রেন্ড তার সন্তানকে মৃত্যুর আগ পর্যন্ত শারীরিক নির্যাতন করতে পারে। সন্তানের শরীরে আঘাতেরও চিহ্ন পান তিনি। রেবেকা হগের আজীবন কারাদণ্ডের সাজা চাওয়া হয়েছিল। তবে আদালতে মনে করেছেন, ১৬ মাসের সাজাই তার জন্য যথেষ্ট। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন তার পরিবারও। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মায়ের কারাদণ্ড
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ