পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান বলেন, বাংলাদেশের নারীরা এখন আগের চাইতে অনেক বেশী সচেতন এবং অগ্রসর । তিনি ওয়েন্ডের বিবিধ কাজের প্রশংসা করে বলেন ওয়েন্ড যেনো শুধু শহরকেন্দ্রিক কাজ না করে গ্রামাঞ্চলের মেয়েদের জন্যেও কাজ করে যায়, তাদেরকেও যেনো স্বাবলম্বী হতে সাহায্য করে। এছাড়া তিনি ওয়েল্ডের কার্যক্রমকে সুন্দরভাবে এগিয়ে নেয়ার জন্যে নানাবিধ পরামর্শ প্রদান করেন ও সহযোগিতার আশ্বাস দেন।
গত বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) উইমেন এন্টারপ্রেনারস নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (ওয়েন্ড) আয়োজিত পাঁচ দিন ব্যাপী (১০-১৪ ফেব্রুয়ারি) “ওয়েন্ড হাট - ফাল্গুন ফেস্ট ২০২২” এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ওয়েন্ডের প্রেসিডেন্ট ডঃ নাদিয়া বিনতে আমীন ওয়েন্ডের সকল কার্যক্রমে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং সম্মানিত অতিথিবৃন্দসহ উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদজ্ঞাপন করেন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আলমগীর হোসেন, অবসরপ্রাপ্ত সদস্য, করনীতি জাতীয় রাজস্ব বোর্ড, জনাব মালিক তালহা ইসমাইল বারী, ডিরেক্টর ইউনাইটেড গ্রুপ এবং প্রফেসর ডাঃ আলমগীর চৌধুরী, হেড অফ ইএনটি, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হসপিটাল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।