Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই বুশ ভোট দেবেন হিলারিকে

প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক দুই রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ ও তার ছেলে জর্জ ডব্লিউ বুশ ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনকে ভোট দেবেন। জুনিয়র বুশের ভাগ্নে জর্জ পি বুশ এ কথা জানিয়েছেন। টেক্সাসের ভূমি কমিশনার পি বুশ বলেন, আমার মামা সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং নানা জর্জ এইচ বুশ ট্রাম্পকে বাদ দিয়ে হিলারিকে ভোট দেবেন। গত বুধবার টেক্সাসের সান মার্কোসে রিপাবলিকানদের একটি সমাবেশে তিনি এ কথা বলেন। পরে বার্তা সংস্থা এপি এর ব্যাখা জানতে চাইলে পি বুশ বলেন, এটা আমার ধারণা। তারা নিশ্চিত করে কিছু বলেননি। এর আগে সেপ্টেম্বরে পলিটিকো জানিয়েছিল, নিজের দল রিপাবলিকানের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতি আস্থা হারিয়ে হিলারি ক্লিনটনকে ভোট দেয়ার পরিকল্পনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ। প্রতিবেদনে জানানো হয়েছিল, সিনিয়র বুশ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাইয়ের মেয়ে ক্যাথলিন কেনেডি টাউনসেন্ডের কাছে হিলারিকে ভোট দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এপি, পলিটিকো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুই বুশ ভোট দেবেন হিলারিকে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ