Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিলারিকে ভোট না দিলে যুক্তরাষ্ট্র ও বিশ্ববাসীর ভাগ্য সংকটাপন্ন : ওবামা

প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে সব জাতিগোষ্ঠীর ডেমোক্র্যাট দলীয় কর্মী-সমর্থকের প্রতি হিলারিকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন। ওবামা হুশিয়ার উচ্চারণ করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও পৃথিবীর ভাগ্য ঝুঁকির মধ্যে রয়েছে। খবরে বলা হয়, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও বিশ্ববাসীর ভাগ্য সংকটাপন্ন অবস্থায় রয়েছে। রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বহু কষ্টে অর্জিত নাগরিক অধিকারের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছেন। গত বুধবার যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় দেয়া এক ভাষণে এমন মন্তব্য করেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম। বারাক ওবামা বলেন, যুক্তরাষ্ট্রের ভাগ্য এখন আপনাদের হাতে। বিশ্বের দোদুল্যমান ভাগ্য এখন আপনাদের দ্বারা নিশ্চিত হবে। দক্ষিণ ক্যারোলিনার অধিবাসীরা, আশা করছি আপনারা এটিকে সঠিক পথেই নিয়ে যাবেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি এবার নির্বাচনে দাঁড়াইনি। কিন্তু আমি এটা বলতে পারি যে, সততা, ভদ্রতা, ন্যায়বিচার, অগ্রগতি, গণতন্ত্র এ সবকিছুই নিশ্চিত হবে ব্যালটের মাধ্যমে। এদিকে ওবামার হিলারির পক্ষে প্রচারণা চালানোর তীব্র সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। ওবামাকে উদ্দেশ্য করে তিনি বলেন, হিলারির পক্ষে প্রচারণা বন্ধ করে দেশ পরিচালনায় মনোযোগ দিন। সত্যি কথা হচ্ছে, আগামী চার বছরের জন্য যুক্তরাষ্ট্রের জনগণ ফের কোনো ওবামাকে চায় না। ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনকে গত বেশ কয়েকদিন ধরে বিপর্যস্ত দেখাচ্ছে বলেও মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। ওবামা বলেন, হিলারির প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প আমাদের কষ্টার্জিত নাগরিক অধিকারের প্রতি হুমকিস্বরূপ। তিনি আরো বলেন, আপনার কাঁধেই এখন রাষ্ট্রের ভাগ্য। পৃথিবীর ভাগ্য টলায়মান। তাকে সঠিক পথে যেন আমরা ঠেলে দিতে পারি তা আপনি নর্থ ক্যারোলিনাকেই ঠিক করতে হবে। অন্যদিকে ওবামার সমালোচনা করে ট্রাম্প বলেন, ওবামার উচিৎ হিলারির পক্ষে প্রচারণা বন্ধ করে রাষ্ট্র পরিচালনার দিকে নজর দেয়া। ফ্লোরিডায় এক সমাবেশে দেয়া ভাষণে ট্রাম্প বলেন, কথা হচ্ছে, কেউই ওবামার আরো চার বছরের শাসন দেখতে চায় না। তিনি আরো বলেন, হিলারি সাম্প্রতিক দিনগুলোতে বিপর্যস্ত হয়ে পড়েছেন। বিবিসি, সিএনএন, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হিলারিকে ভোট না দিলে যুক্তরাষ্ট্র ও বিশ্ববাসীর ভাগ্য সংকটাপন্ন : ওবামা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ