বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
হাইকোর্টের নির্দেশে পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবৈধভাবে গড়া ওঠা ছয় ইটভাটা সিলগালা করে দিয়েছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত মাটিরাঙ্গার নতুনপাড়া ও আদর্শগ্রাম এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলা।
অভিযানকালে ১০ নম্বর ইসলামপুরের মেসার্স এবিএম ইটভাটা, নতুপাড়ার এ সেভেন সেভেন ইটভাটা, আরআরআর ইটভাটা, ওয়াছু এলাকার থ্রি-ফল্ড ফাইভ, আদর্শগ্রামের বিআরএস ও থ্রি-ফল্ড সিক্স ইটভাটাকে বন্ধ ঘোষণা করে এসব ইটভাটাকে সিলগালা করে দেওয়া হয়।
মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলা বলেন, হাইকোর্টের নির্দেশে এসব লাইসেন্সবিহীন অবৈধভাবে ইটভাটার সকল কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। হাইকোর্টের নির্দেশনা মতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।