বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীর বায়েজিদ ও অক্সিজেন এলাকায় রোববার একটি পলিথিন কারখানা ও একটি বেকারি সিলগালা করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ দূষণের দায়ে বায়েজিদ এলাকার নয়ার হাটে সাব্বির রহমানের মালিকানাধীন পলিথিন কারখানা এবং অক্সিজেন এলাকায় মো. নাদিমের মালিকানাধীন বেক ফুড বেকারির বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে সিলগালা করা হয়।
পরিবেশ অধিদপ্তর মহানগরীর পরিচালক মো. নূরুল্লাহ নূরী জানান, কারখানাটিতে অবৈধ পলিথিন উৎপাদন হচ্ছে। সেখান থেকে পলিথিন জব্দ করে কারখানা মালিককে পরিবেশ অধিদপ্তরে শুনানির জন্য ডাকা হলেও তারা যাননি।
মোহাম্মদ নূরুল্লাহ নূরীর নেতৃত্বে পরিচালিত এ এনফোর্সমেন্ট অভিযানে কার্যালয়ের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক, সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।