Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই বছর লাশ ছিল চেয়ারে!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

দুই বছর আগে নিঃসঙ্গ নারী মেরিলেনা বেরেতা (৭০) মারা গেছেন। অথচ এই খবর প্রতিবেশীরাও জানতেন না। উত্তর ইতালির লম্বার্ডির লেক কোমোর কাছের একটি বাড়িতে মহিলা একা থাকতেন। স্থানীয় সময় গত বুধবার নিজ বাড়িতে ওই নারীর লাশ পাওয়া গেছে।
কোমো সিটি হলের প্রেস অফিসার ফ্রান্সেসকা মানফ্রেদি জানান, মহিলার বাগানে অতিরিক্ত গাছপালা ছিল। সেখানে একটি গাছ ভেঙে পড়ায় স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছানোর পর ফায়ার সার্ভিসের কর্মীরা শোয়ার ঘরের একটি চেয়ারে মেরিনেলার মৃতদেহ খুঁজে পান।
তবে মেরিনেলার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। ফরেনসিক টিমের সদস্যরা বলেছেন, শরীরের ক্ষয়ের মাত্রা পরীক্ষা করে মনে হচ্ছে ২০১৯ সালের শেষ দিকে তার মৃত্যু হতে পারে। এ ঘটনা জানাজানি হওয়ার পরও মেরিনেলার কোনো আত্মীয়ের খোঁজ মেলেনি। তার পরিবারের কোনো সদস্য আদৌ জীবিত আছে কি না, সেটি তদন্ত করছে পুলিশ।
মেরিনেলার নিঃসঙ্গ মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইতালির পরিবারবিষয়ক মন্ত্রী এলেনা বোনেতি। ফেসবুক পোস্টে তিনি লেখেন, মেরিনেলা বেরেতার এমন ঘটনা আমাদের বিবেককে আঘাত করে। একে অপরের যত্ন নেওয়ার বিষয়টি আমরা পরিবার ও প্রাতিষ্ঠানিকভাবে শিখে থাকি। তা ছাড়া এটি একজন নাগরিকের দায়িত্ব। কাউকে এভাবে একা রাখা উচিত নয়। সূত্র : সিএনএন, ডেইলি মেইল।



 

Show all comments
  • عمر فاروق ১১ ফেব্রুয়ারি, ২০২২, ৬:৪৯ এএম says : 0
    দুটি সন্তানের বেশি নয় , একটি হলে ভাল হয় । এই শ্লোগানের ফল ভোগ করুন ।
    Total Reply(0) Reply
  • jack ali ১১ ফেব্রুয়ারি, ২০২২, ৫:০৮ পিএম says : 0
    This is called civilized nations they don't care about the neighbour same things are pandemic in our country.. we don't know our neighbour but we seriously disturbed them by playing Music
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেরিলেনা

১১ ফেব্রুয়ারি, ২০২২
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ