Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে রানওয়েতে আছড়ে পড়ল প্লেনের ইঞ্জিনের ঢাকনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

ভারতের মুম্বাইয়ের বিমানবন্দর থেকে ‘দ্য আলায়েন্স এয়ার’র এটিআর ৭২-৬০০ মডেলের একটি প্লেন গুজরাটের উদ্দেশ্যে রওনা হয়েছিল। রানওয়ে থেকে উড়াল শুরু করতেই খুলে পড়ল প্লেনের ডান পাশের ইঞ্জিনের ঢাকনা। খবর এনডিটিভির। বুধবার এ ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওই বিমানবন্দরে। ওই বিমান সংস্থার বিরুদ্ধে তদন্তও শুরু হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, বিমানটি মুম্বাই রানওয়ে থেকে ভুজের উদ্দেশে উড়ার পর পরই ইঞ্জিনের ঢাকনা নিচে পড়ে যায়। আর সেই অবস্থায়ই গন্তব্যের দিকে উড়ে যায় বিমানটি। বিষয়টি নজরে আসে এয়ার ট্রাফিক কন্ট্রোলারের। সঙ্গে সঙ্গে তারা পাইলটকে এ বিষয়ে সতর্ক করে দেয়। এতে বিমানটিকে নিরাপদে ভুজে অবতরণ করাতে সক্ষম হয় পাইলট। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ঢাকনা ছাড়া বিমান চললে ইঞ্জিনের ওপর প্রচÐ প্রভাব পড়ে। ফলে দুর্ঘটনার সম্ভাবনা থেকে যায়। কিন্তু এ ক্ষেত্রে নিরাপদেই গন্তব্যে পৌঁছে বিমানটি। কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে যাত্রী সুরক্ষা নিয়ে। বিমানটিতে ৭০ জন যাত্রীসহ ৪ জন পাইলট এবং একজন এয়ারক্রাফট মেনটেইনেন্স ইঞ্জিনিয়ার ছিলেন। এনডিটিভি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ