Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছেলে চেয়ে মাথায় পেরেক ঢোকালেন নারী!

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২২, ১:১৭ পিএম

পরপর তিনটি মেয়ে হয়েছিল তার। চতুর্থ সন্তানও যাতে মেয়ে না হয় সে জন্য ওঝার কাছে গিয়েছিলেন তিনি। ওঝা তাকে পরামর্শ দিয়েছিলো, মাথায় মাথায় পেরেক ঢুকিয়ে নেয়ার। তার পরামর্শ মেনে ছেলে পেতে গিয়ে সোজা মাথায় পেরেক ঠুকে দেন ওই নারী।

ওই নারী পেশোয়ারের বাসিন্দা। চিকিৎসক হায়দার সুলেমান ডন সংবাদপত্রকে জানিয়েছেন, ওই নারী তাকে বলেছেন, তার এলাকায় অন্য এক নারী মাথায় পেরেক ঠুকে ছেলের জন্ম দিয়েছিলেন। আল্ট্রাসাউন্ডে দেখা গেছিল, তার মেয়ে হবে। তারপরেও ছেলে হয়েছিল। তাই তিনিও একইরকমভাবে মাথায় পেরেক ঠুকেছিলেন। গর্ভবতী ওই নারীর বিশ্বাস ছিল, মাথায় পেরেক ঢোকালে তার ছেলে হবে, মেয়ে নয়।

তারপর হাসপাতালে গিয়ে সেই পেরেক বের করা হয়েছে। ভাগ্য ভালো, পেরেকটি তার ব্রেন বা মস্তিষ্কে ঢোকেনি। পুলিশ জানিয়েছে, তারা বিষয়টির তদন্ত করবে। বাড়ি থেকে পুলিশকে কিছু জানানো হয়নি। চিকিৎসকও কিছু জানাননি। এটা নিয়েও তদন্ত হবে। হাসপাতালের কর্মীরা বলেছেন, ওই নারীর স্বামী তাকে হুমকি দিয়ে বলেছিলেন, যদি এবারও মেয়ে হয়, তাহলে সে স্ত্রীকে পরিত্যাগ করবে। কারণ, স্ত্রী ছেলের জন্ম দিতে পারছে না। এর আগে তিনটি মেয়ের জন্ম দিয়েছে। এবারও মেয়ে হবে।

দক্ষিণ এশিয়ার দেশগুলিতে অনেক দম্পতি, বিশেষ করে পুরুষরা সামাজিক ও আর্থিক সুরক্ষার কারণে ছেলে চায়। এই অন্ধবিশ্বাস থেকে তারা বেরিয়ে আসতে পারেনি। ওই নারীর মাথায় পেরেক কে ঢুকিয়েছিল, তা এখনো জানা যায়নি। তবে চিকিৎসক জানিয়েছেন, মেয়েটির বাড়িতেই পেরেক ঢোকানো হয়েছিল। পরে তারা পেরেকটি বের করতে পারেননি। তখন ওই গর্ভবতী নারীকে হাসপাতালে নিয়ে আসেন। সূত্র: ডিপিএ, এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ