মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : গেল বছর ফিনল্যান্ডে আশ্রয়প্রার্থী হিসেবে যাওয়া কয়েক হাজার ইরাকি তাদের আবেদন বাতিল করে স্বেচ্ছায় দেশে ফিরে যাচ্ছেন। এর কারণ হিসেবে পারিবারিক ইস্যু ও শীতপ্রধান দেশটিতে জীবন নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়েছেন তারা। ২০১৪ সালে ফিনল্যান্ডে তিন হাজার ৬০০ শরণার্থী আশ্রয় নিলেও ২০১৫ সালে তা প্রায় দশগুণ বেড়ে ৩২ হাজার ৫০০ জনে দাঁড়িয়েছে। ২০১৫ সাল জুড়ে আশ্রয়প্রার্থীদের ইউরোপমুখী স্রোতের বেশিরভাগই জার্মানি ও ফিনল্যান্ডের প্রতিবেশী দেশ সুইডেনে গেছে। গেল বছর ফিনল্যান্ডে যাওয়া শরণার্থীর প্রায় দুই-তৃতীয়াংশই ইরাকি তরুণ। কিন্তু এদের মধ্যে অনেকের চিন্তাভাবনা এখন পাল্টে গেছে। তাই এদের দেশে পাঠানোর জন্য ফিনল্যান্ড বিমান ভাড়া করছে। আগামী সপ্তাহ থেকে ফিনল্যান্ড থেকে বাগদাদ যাওয়া-আসা শুরু করবে এসব বিমান। ফিনল্যান্ডের কর্মকর্তারা জানিয়েছেন, এ পর্যন্ত প্রায় চার হাজার একশ আশ্রয়প্রার্থী তাদের আবেদন বাতিল করেছেন এবং আসছে মাসের মধ্যে এ সংখ্যা পাঁচ হাজারে পৌঁছুতে পারে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।