মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৩৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ১ হাজার ২১৭ জন। এর আগের ২৪ ঘণ্টায় ভারতে সংক্রমণ হার ছিল ৫ দশমিক শূন্য দুই শতাংশ এবং মৃত্যু হয়েছিল ১ হাজার ১৮৮ জনের।
শেটিতে এ পর্যন্ত মারা গেছেন ৫ লাখ ৫ হাজার ২৭৯ জন এবং মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ২৪ লাখ ১০ হাজার ৯৭৬ জন।
আজ বুধবার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে বলে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে।
ভারতে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ লাখ ৭২ হাজার ২১১ জন এবং সুস্থতার ৯৬.৭ শতাংশ।
ভারতে দেশব্যাপী টিকা কর্মসূচির আওতায় এ পর্যন্ত প্রায় ১৭০ কোটি ৮৭ লাখ ৬ হাজার ৭০৫ ডোজ টিকা দেওয়া হয়েছে বলে মন্ত্রণালয়ের তথ্যে জানা গেছে। গত ২৪ ঘণ্টায় দেওয়া হয়েছে ৫৩ লাখ ৬১ হাজার ৯৯ ডোজ টিকা। সূত্র : ইন্ডিয়া টুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।