Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফল দিয়েই সাজানো হলো বরের গাড়ি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২২, ১১:৩২ এএম

বিয়ের গাড়ি এভাবে সাজানো সচরাচর দেখা যায় না। তাই এটি দেখার জন্য ভিড় করেন আশেপাশের অনেকেই। এ ঘটনায় আমন্ত্রিতরাও মুগ্ধ। অনেকেই আবার বাহবা দেন সৌরভের নতুন ভাবনাকে।

লাল গোলাপ নয়, বাহারি কোনো ফুলও নয়। সাধারণত নানান ধরনের ফুল দিয়ে সাজানো হয় বিয়ের গাড়ি। তবে এবার ফুলের বদলে বরের গাড়িজুড়ে হরেক রকম ফলের বাহার! ফল দিয়ে নিজের বিয়ের গাড়ি সাজিয়ে আলোচনায় এসেছেন জামালপুরের বাসিন্দা সৌরভ পাল।

জানা গেছে, বিয়েতে নতুন কিছু করতে হবে এমন চিন্তা থেকেই এই ভাবনাটা পান সৌরভ। গাড়িতে অল্প কিছু ফুল ব্যবহার করা হলেও এর সামনের অংশ সাজানো হয়েছে বাহারি ফলে। ছবিতে দেখা গেছে, বরের গাড়ি সেজেছে বেদানা, আঙুর, খেজুর ও চেরি ফল দিয়ে।

গাড়ি সাজানোর দায়িত্বে থাকা শিল্পী রবীন্দ্রনাথ পাল জানিয়েছেন, পুরো গাড়ি সাজাতে ২২ কেজি আঙুর, আড়াই কেজি খেজুর, ৫০০ গ্রাম বেদানা এবং দেড় কেজি চেরি ফল ব্যবহার করা হয়েছে। ফল দিয়ে ইংরেজির ‘এস’ অক্ষর লেখা হয় গাড়ির ওপরে।

গাড়িটি সাজাতে আনুমানিক সাড়ে ৪ হাজার টাকার মতো খরচ হয়েছে বলেও জানান রবীন্দ্রনাথ পাল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিয়ে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ