Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাশ্মীর প্রসঙ্গে টুইট! ভারতের চাপে ক্ষমা চাইল হুন্ডাই

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২২, ১১:১৫ এএম

অধিকৃত কাশ্মীর নিয়ে করা একটি টুইটের জন্য ক্ষমা চাইল দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা সংস্থা হুন্ডাই মোটর কোম্পানি। পাশাপাশি, ভারতীয়দের ভাবাবেগে আঘাত দেয়ার জন্য দুঃখপ্রকাশ করে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চুং ইউ ইয়ং ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে ফোন করেছেন বলে সরকারি সূত্রের খবর।

মঙ্গলবার সকালে হুন্ডাই মোটরসের তরফে টুইট-বার্তায় লেখা হয়েছে, ‘ভারতীয় গ্রাহকদের যে কোনও ধরনের ভুলের জন্য আমরা ক্ষমাপ্রার্থী। হুন্ডাই মোটরস কোম্পানি তাদের ব্যবসায়ীক নীতি অনুযায়ী কোনও নির্দিষ্ট অঞ্চলের রাজনৈতিক বা ধর্মীয় বিষয়ে মন্তব্য করতে পারে না। পাকিস্তানে স্বাধীন মালিকানাধীন ডিস্ট্রিবিউটর সংস্থার নেটমাধ্যমে পোস্ট সেই নীতি লঙ্ঘন করেছে।’

ধারণা করা হচ্ছে, ভারতে বাজার হারানোর ভয়েই বাধ্য হয়ে এই বার্তা দিয়েছে হুন্ডাই মোটরস। গত ৬ ফেব্রুয়ারি হুন্ডাইয়ের পাকিস্তানের ডিস্ট্রিবিউটর সংস্থা একটি বিতর্কিত টুইট করেছিল। তাতে ‘কাশ্মীরের স্বাধীনতা সংগ্রামে’ সমর্থন জানানোর বার্তা ছিল। এর পরেই দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা সংস্থাকে ঘিরে বিতর্ক দানা বাঁধে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হুন্ডাই বয়কটের ডাক দেওয়া হয়।

ভারতে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত চাং জোয়ে বোককে সোমবার তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে ঘটনার প্রতিবাদ জানানো হয়। মুখপাত্র অরিন্দম বাগচি বিবৃতিতে বলেন, ‘‘ভারতের আঞ্চলিক অখণ্ডতার প্রশ্নে কোনও রকম আপস করা হবে না।’’ শেষ পর্যন্ত বিতর্কে ইতি টানতে ক্ষমাপ্রার্থনা করল হুন্ডাই।

ভাররতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর মঙ্গলবার টুইটারে লিখেছেন, ‘দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চুং ইউ ইয়ংয়ের ফোন পেয়েছি আজ। দ্বিপাক্ষিক এবং বহুমুখী বিষয়ের পাশাপাশি হুন্ডাই প্রসঙ্গেও আলোচনা হয়েছে।’ সূত্র: টাইমস নাউ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হুন্ডাই
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ