মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মালির একটি সেনা ঘাঁটিতে হামলায় জাতিসংঘের পাঁচ শান্তিরক্ষী নিহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলীয় কিদালে নামক এলাকায় এই হামলায় আহত হয়েছেন ৩০ জন সেনা। ঘাঁটিটিতে রকেট ও ট্রাকবোমা হামলা চালানো হয়। গেল বছর দেশটির সরকারের সঙ্গে শান্তি চুক্তি করা স্থানীয় একটি বিদ্রোহী গোষ্ঠী এই হামলার জন্য ইসলামি জঙ্গিদের দায়ী করেছে। জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেন, শান্তিরক্ষীদের উপর হামলা যুদ্ধাপরাধ। আর এ ঘটনায় মালির সরকারের উপর থেকে সমর্থন সরিয়ে নেয়া হবে না। ২০১২ সালে জিহাদি ও নৃতাত্ত্বিক তুয়ারেগ গোষ্ঠীর মধ্যে বিরোধের সৃষ্টি হলে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী সেখানে স্থিতিশীলতা আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ২০১৩ সালে ফরাসি সেনাবাহিনী আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত জিহাদিদের উত্তরাঞ্চলীয় শহর থেকে তাড়িয়ে দেয়। গেল জুনে তুয়ারেগ বিদ্রোহী ও অন্য আরব গোষ্ঠীগুলো উত্তরাঞ্চলে আরো স্বায়ত্তশাসনের লক্ষ্যে সরকারের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করে। নিহত শান্তিরক্ষীদের মধ্যে তিনজন গিনির সেনা। নিহত বাকি দুইজন ও আহতদের জাতীয়তা প্রকাশ করা হয়নি। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।