নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর আগে ধাক্কা খেল ইউভেন্তুস। পায়ের চোট নিয়ে ছিটকে গেল অভিজ্ঞ ডিফেন্ডার জর্জো কিয়েল্লিনি। ফলে ইউরোপ সেরার মঞ্চে নকআউট পর্বের প্রথম লেগে খেলা হচ্ছেনা তার। এক বিবৃতিতে মঙ্গলবার বিষয়টি জানিয়েছে সেরি আর দলটি।
গত রোববার লিগে হেল্লাস ভেরোনার বিপক্ষে ২-০ গোলে জয় পাওয়া ম্যাচে শুরুর একাদশে ছিলেন কিয়েল্লিনি। কিন্তু ৭৫তম মিনিটে চোটের কারণে তাকে তুলে নেন কোচ। এরপর ইতালিয়ান সংবাদমাধ্যম জানায়, প্রায় তিন সপ্তাহের জন্য ছিটকে গেছেন ৩৭ বছর বয়সী এই ফুটবলার।
আগামী বৃহস্পতিবারের ইতালিয়ান কাপের কোয়ার্টার-ফাইনাল। চ্যাম্পিয়ন্স লিগে ভিয়ারিয়ালের বিপক্ষে শেষ ষোলোর প্রথম লেগ, ম্যাচটি হবে আগামী ২২ ফেব্রুয়ারি। চলতি মৌসুমে ইউভেন্তুসের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ ম্যাচ খেলেছেন কিয়েল্লিনি।
টানা ৯ বার সেরি আ জিতে গত মৌসুম শুরু করা ইউভেন্তুস এবার আসর শেষ করে চতুর্থ হয়ে। চলতি মৌসুমও ভালো কাটছে না। লিগে ২৪ ম্যাচে ১৩ জয় ও ৬ ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।