Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সবজি বিক্রেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদ

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০১ এএম

ছাগলনাইয়া উপজেলার চাঁদগাজী বাজারের সবজি বিক্রেতা মো. রুহুল আমিন খন্দকারের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়ের ও কারাগারে প্রেরণের প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলার চাঁদগাজী বটতলী বাজার মেইন রোডে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়। মহামায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহজাহান মিনু এতে প্রধান অতিথি ছিলেন।
ইউনিয়ন আ.লীগ আইন বিষয়ক সম্পাদক মাস্টার আতা উল্লাহ চৌধুরীর সভাপতিত্ব এবং উপজেলা যুবলীগ দফতর সম্পাদক মুন্সী মইনুল হোসেন নিশান সঞ্চালনা করেন।
এতে বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাঈন উদ্দিন মাস্টার, ইউনিয়ন আ.লীগ সাংগঠনিক সম্পাদক ও বটতলী বাজার কমিটির সাধারণ সম্পাদক আমির হোসেন, প্রমুখ ব্যক্তি।
এসময় বক্তারা বলেন, মো. রুহুল আমিন খোন্দকার চাঁদগাজী বাজারের একজন প্রবীন সবজি বিক্রেতা। তিনি কখনো ঢাকায় যাননি। স¤প্রতি ছাগলনাইয়া থানার পুলিশ ঢাকা কদমতলী থানার ২০১৮সালের একটি বিস্ফোরক আইনের মামলায় তাকে আটক করে। দ্রæত রুহুল আমিনকে নিঃশর্ত মুক্তি না দিলে কঠোর আন্দোলনে যাবে এলাকাবাসী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ