Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস মনোনয়ন তালিকা ঘোষণা

১২টি মনোনয়ন পেয়েছে ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২২, ৯:৩৪ পিএম | আপডেট : ১১:১০ পিএম, ৮ ফেব্রুয়ারি, ২০২২

মঙ্গলবার সন্ধ্যায় অস্কার পুরস্কার হিসেবে পরিচিত অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৪তম আসরের চূড়ান্ত মনোনয়ন তালিকা ঘোষণা করা হলো ।
আজ বাংলাদেশ সময় রাত ৮টার কিছুক্ষণ আগে এ মনোনয়ন ঘোষণা করা হয়। ঘোষণা করেন অভিনেতা লেসলি জর্ডান ও গোল্ডেন গ্লোবজয়ী অভিনেত্রী-প্রযোজক ট্রেসি এলিস রস।
সর্বোচ্চ মনোনয়ন পেয়েছে ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ (১২টি), তারপর আছে ‘ড্যুন’ (১০টি) এবং তারপর আছে ‘বেলফাস্ট’ এবং ‘ওয়েস্ট সাইড স্টোরি’ (৭টি করে)। 

‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ দিয়ে এক যুগ পর পরিচালনায় ফিরে চমক সৃষ্টি করলেন প্রথম স্বর্ণপামজয়ী নারী পরিচালক জেন ক্যাম্পিয়ন (‘দ্য পিয়ানো’, ১৯৯৩)।

সেরা ড্রামা বিভাগে গোল্ডেন গ্লোব জয়ী ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ মনোনীত হয়েছে গুরুত্বপূর্ণ সব ক্যাটাগরিতেই।

৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের গুরুত্বপূর্ণ বিভাগে মনোনয়ন

সেরা ফিল্ম

১. বেলফাস্ট, ২. কোডা, ৩, ডোন্ট লুক আপ,৪. ড্রাইভ মাই কার, ৫. ড্যুন, ৬. কিং রিচার্ড, ৭. লিকোরিস পিৎসা, ৮. নাইটমেয়ার অ্যালি,৯. দ্য পাওয়ার অব দ্য ডগ, ১০. ওয়েস্ট সাইড স্টোরি

পরিচালক
কেনেথ ব্র্যানা (বেলফাস্ট)
পল টমাস অ্যান্ডারসন (লিকোরিজ পিজ্জা)
জেন ক্যাম্পিয়ন (‘দ্য পাওয়ার অব দ্য ডগ’)
রিওসুকি হামাগুচি (ড্রাইভ মাই কার)
স্টিভেন স্পিলবার্গ (‘ওয়েস্ট সাইড স্টোরি’)

অভিনেত্রী

জেসিকা চ্যাস্টেইন (দ্য আইজ অব ট্যামি ফে)
অলিভিয়া কোলম্যান (‘দ্য লস্ট ডটার’)
পেনিলোপি ক্রুজ (‘প্যারালাল মাদারস’)
নিকোল কোডম্যান (‘বিইং দ্য রিকার্ডোস’)
ক্রিস্টেন স্টুয়ার্ট (‘স্পেন্সার’)
পার্শ্ব অভিনেত্রী
জেসি বাকলি ‘(দ্য লস্ট ডটার’)
আরিয়অনা ডিবোস (‘ওয়েস্ট সাইড স্টোরি’)
জুডি ডেঞ্চ (‘বেলফাস্ট’)
কার্স্টেন ডান্স্ট (‘দ্য পাওয়ার অব দ্য ডগ’)
অনজানু এলিস (‘ কিং রিচার্ড’)
অভিনেতা
হাভিয়ের বারডেম (‘বিইং দ্য রিকার্ডোস’)
বেনেডিক্ট কাম্বারব্যাচ (‘দ্য পাওয়ার অব দ্য ডগ’)
অ্যান্ড্রু গারফিল্ড (‘টিক, টিক... বুম!’)
উইল স্মিথ (‘কিং রিচার্ড’)
ডেনজেল ওয়াশিংটন (‘দ্য ট্র্যাজেডি অফ ম্যাকবেথ’)
পার্শ্ব অভিনেতা
কিয়ারান হাইন্ডস (‘বেলফাস্ট’)
ট্রয় কোটসার (‘কোডা’)
জেসি প্লিমন্স (‘দ্য পাওয়ার অব দ্য ডগ’)
জে. কে. সিমন্স (‘বিইং দ্য রিকার্ডোস’)
কোডি স্মিট-ম্যাকফি (‘দ্য পাওয়ার অব দ্য ডগ’)
আন্তর্জাতিক ফিচার ফিল্ম
‘ড্রাইভ মাই কার’ (জাপান)
‘ফ্লি’ (ডেনমার্ক)
‘দ্য হ্যান্ড অফ গড’ (ইতালি)
‘লুনানা: আ ইয়াক ইন দ্য ক্লাসরুম’ (ভুটান)
‘দ্য ওয়ার্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড’ (নরওয়ে)
অ্যানিমেটেড ফিল্ম
‘এনকান্তো’
‘ফ্লি’
‘লুকা’
‘দ্য মিচেলস ভার্সেস দ্য মেশিনস’
‘রেয়া অ্যান্ড দ্য লাস্ট ড্রাগন’

এছাড়া স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ফিল্ম, পোশাক পরিকল্পনা, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, মৌলিক আবহসংগীত, শব্দ, সংগৃহীত চিত্রনাট্য, মৌলিক চিত্রনাট্য, চিত্রগ্রাহক, প্রামাণ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র, সম্পাদনা, রূপসজ্জা ও কেশসজ্জা, মৌলিক গান, শিল্প নির্দেশনা এবং ভিজ্যুয়াল ইফেক্টস শাখার মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়।

এবারের অস্কার দেওয়া হবে ২৭ মার্চ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হলিউড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ