Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় ৩টি সরকারি খাদ্য গুদাম সিলগালা

প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : খুলনায় সরকারি খাদ্য গুদাম (সিএসডি) থেকে চাল পাচার করে বহিরাগতদের কাছে বিক্রি করে দেয়া হচ্ছে। সিএসডি গোডাউনের অসাধু কর্মকর্তা এবং গুদাম হ্যান্ডলিং শ্রমিক নেতাদের সাথে যোগসাজশে স্থানীয় একটি সিন্ডিকেট দীর্ঘ দিন ধরে চাল পাচার করে আসছে। তারা গুদামে খাওয়ার অনুপযোগী নিম্নমানের এবং পঁচা চাল রেখে ভালো মানের চাল উচ্চমূল্যে বিক্রির উদ্দেশে পাচারের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে ও গতকাল (বুধবার) বিকেলে এ দু’দিনের অভিযানে র‌্যাব সদস্যরা ১৩ হাজার ৭৫০ কেজি চালসহ একটি ট্রাক আটক করে। সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, গত রাতে র‌্যাব সদস্যরা খুলনার বৈকালী কেন্দ্রীয় খাদ্য গুদামে অভিযান চালিয়ে তিনটি গোডাউন সিলগালা করে দিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।
র‌্যাব-৬ সূত্রে জানা গেছে, খুলনা মহানগরীর বৈকালীস্থ সরকারি খাদ্য গুদাম (সিএসডি) থেকে চাল পাচারের গোপন খবর পেয়ে মঙ্গলবার রাতে শিরোমণি পুলিশ ক্যাম্প এলাকা থেকে এক ট্রাক ওএমএস’র চাল জব্দ করে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দৌলতপুর চালপট্টি থেকে খলিলুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করা হয়। ওই সূত্রের তথ্য ধরেই তারা রাতে খুলনা সিএসডি গোডাউনে প্রথম দফা অভিযান চালান। তারই ধারাবাহিকতায় বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যšন্ত আবারো সিএসডি গোডাউনে অভিযান চালানো হয়। অভিযানকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আউয়াল উপস্থিত ছিলেন। এ সময় কেন্দ্রীয় এ গুদামের ১৮ এবং ৩২ নং গোডাউনে থাকা চালের বেশির ভাগই খাওয়ার অনুপোযোগী, নিম্নমান এবং পচা ছিল। এ সময় ৯৯ দশমিক ৮৮০ মেট্রিকটন চালসহ ১৮নং গুদাম এবং ৬৬ দশমিক ৬২০ মেট্রিকটন চালসহ ৩২ নম্বর গুদাম সিলগালা করা হয়। এ ছাড়া মঙ্গলবার পাচার হওয়া চাল গোডাউনের ২৬নং গুদাম থেকে বের হওয়ায় সেটিও সিলগালা করে দেয়া হয়। এ সময় চাল পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সিএসডি খাদ্য গুদাম হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আসগর সরদারকে আটক করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনায় ৩টি সরকারি খাদ্য গুদাম সিলগালা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ