Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাতির বিষ্ঠা থেকে কাগজ বানিয়ে দম্পতি এখন কোটিপতি!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৬ এএম

একেই বলে ভাগ্য। এবার হাতির গোবর বা বিষ্ঠায় ভাগ্য বদল হল এক দম্পতির। তারা এখন কোটিপতি। বলাই বাহুল্য তাদের ব্যবসা সফল হয়েছে এবং এখন তারা কোটিপতি। তারা হলেন- বিজেন্দ্র শেখাওয়াত এবং মহিমা মেহরা দম্পতি। তারা দুজনই একবার ভারতের রাজস্থানে অবস্থিত আমের-এর দুর্গ পরিদর্শনে গিয়েছিলেন। যদিও এটি নিছক ভ্রমণই ছিল, কিন্তু ভাগ্য তাদের জন্য অন্য কিছু পরিকল্পনা করেছিল। সেই দুর্গ পরিদর্শনের সময় তারা একটি দুর্দান্ত ব্যবসার ধারণা পেয়েছিলেন। তারা দেখেছিলেন দুর্গের নিচের অংশে হাতির গোবর পড়ে আছে। এরপর দুজনই জানতে পারেন যে কীভাবে হাতির গোবর থেকে বিভিন্ন রকম সামগ্রী তৈরি করা সম্ভব। অনলাইনে এই বিষয়ে তারা অনেক তথ্য জোগাড় করে। শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও মালয়েশিয়াতেও হাতির গোবর থেকে কাগজ তৈরি হয় বলে তারা জানতে পেরেছেন। সম্প‚র্ণ পরিকল্পনা করে তারা প্রতিনিয়ত এই ব্যবসা শুরু করবেন বলে ঠিক করেন। এরপর দুজনই ব্যবসা শুরু করার জন্য প্রায় ১৫ হাজার টাকা ঋণ নিয়ে কাঁচামালের জন্য হাতির গোবর দিয়ে ব্যবসা শুরু করেন। ২০০৭ সালে, তারা সারাদেশে তার ‘হাতি ছাপ ব্র্যান্ড’ চালু করেন। এই ব্যবসায় তারা হাতির গোবর থেকে ফটো অ্যালবাম, ব্যাগ, নোটবুক, গিফট ট্যাগ, ফ্রেম ও স্টেশনারি পণ্য তৈরি করে সেই সমস্ত পণ্য ভারতে ১০ রুপি থেকে ৫০০ রুপিতে বিক্রি শুরু করেন। এরপর তারা আরও চিন্তা করে শিশুদের জন্য বিশেষ পণ্যও তৈরি করার কথা ভাবেন। তাদের উভয়ের এই ধারণা ফলপ্রসূ হয় এবং ব্যবসাটি দুর্দান্তভাবে অগ্রসর হতে থাকে। এরপর তারা তাদের পণ্য বিদেশেও রফতানি করতে শুরু করেন। এখন তাদের হাতি ছাপ ব্র্যান্ডের কাগজ জার্মানি এবং যুক্তরাজ্যেও রফতানি করা হয়। এই অনন্য কাগজটি তৈরি করতে, প্রথমে হাতির গোবর পরিষ্কার করার জন্য একটি বড় পানির ট্যাঙ্কের প্রয়োজন হয়। তারপর এটি ভালভাবে পরিষ্কার করার পর কাগজ তৈরির জন্য প্রস্তুত হয়। এই হাতির গোবর ধোয়ার সময় যে পানি ব্যবহৃত সেটিও তার পরে গাছের জন্য সার হিসেবে ব্যবহার করা হয়। হাতির গোবর থেকে তৈরি পণ্যগুলোর একটি বড় সুবিধা হল যে তা কোনওভাবেই পরিবেশের ক্ষতি করে না। এই কাজটি ইকো ফ্রেন্ডলি বিজনেস। মহিমা তার অন্যান্য গ্রামবাসীদের সাথে একটি ছোট দল গঠন করে এবং তারপর তারা সেই দলের সাথে হাতির গোবর থেকে কাগজ তৈরির কাজ করে। এই কাজে সবচেয়ে বড় প্রশ্ন হল, কাগজ তৈরিতে অন্য কোনও প্রাণী বা প্রাণীর জায়গায় কেন শুধু হাতির গোবর ব্যবহার করা হয়, তাহলে উত্তর হল হাতির পরিপাকতন্ত্র বেশির ভাগই খারাপ, এই কারণে তার হজম প্রক্রিয়া ঠিকমতো হয় না। যার কারণে তার গোবরে আঁশের পরিমাণ অনেক বেশি। এ কারণে এই গোবর থেকে কাগজ জাতীয় সামগ্রীও তৈরি করা যায় প্রচুর পরিমাণে। নকসেন্স, ইওরস্টোরি, বিজনেস টুডে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাতির বিষ্ঠা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ