Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

দক্ষিণাঞ্চলে চিকিৎসা সেবায় করোনার থাবা

চিকিৎসক-নার্সসহ দুই সহস্রাধিক চিকিৎসা কর্মী আক্রান্ত বিপর্যস্ত চিকিৎসা সেবা

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২২, ২:২৭ পিএম

বরিশাল বিভাগে শনাক্তের সংখ্যা ৫১ হাজার অতিক্রমের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরে করোনার তৃতীয় ঢেউ চিকিৎসা সেবা ব্যবস্থায়ও থাবা বসিয়েছে। গত ১০ জানুয়ারি থেকে দক্ষিণাঞ্চলের ৬ জেলাতেই করোনার তৃতীয় ঢেউ শুরু হবার পর থেকে ইতোমধ্যে প্রায় ২ হাজার চিকিৎসক ও নার্স সহ চিকিৎসা কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে বরিশাল জেলাতেই গত ১৫ দিনে ১৬ জন চিকিৎসক সহ ১২০ জন চিকিৎসা কর্মী করোনা সংক্রমণের শিকার হয়েছেন। ফলে বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ভোলাতেও বিপুল সংখ্যক চিকিৎসক সহ সিনিয়র স্টাফ নার্স, নার্স সহ হেলথ টেনোলজিষ্ট এবং বিভিন্নস্তরের স্বাস্থ্য কর্মী করোনায় আক্রান্ত হওয়ায় জেলা সদরের জেনারেল হাসপাতালের সহ অন্যান্য উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোতে চিকিৎসা সেবা ব্যহত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে চিকিৎসক সহ স্বাস্থ্য কর্মীদের ডবল শিফটেও কাজ করতে হচ্ছে বলে বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দায়িত্বশীল সূত্রে বলা হয়েছে।

এদিকে মঙ্গলবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় দক্ষিণাঞ্চলে আরো ২৪৮ জনের দেহে করেনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার আগের দিনের চেয়ে দশমিক ৩০ ভাগ কমে ৩১.৭৫% হলেও তা জাতীয় হারের চেয়ে এখনো ১০ ভাগ বেশী। এমনকি এসময়ে বরিশালে ১.২১%, পটুয়াখালী ১.৬৫% এবং ভোলাতে সংক্রমন বেড়েছে প্রায় দ্বিগুন। এনিয়ে দক্ষিণাঞ্চলে সর্বমোট শনাক্তের সংখ্যা দাড়াল ৫১ হাজার ৫০ জনে। মৃত্যু হয়েছে ৬৮৪ জনের। আর চলতি মাসের প্রথম সপ্তাহেই ২ হাজার ৩৮০ জন আক্রান্তের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের মতে গত ২৪ ঘন্টায় মহানগরীতে ৪৫ জন সহ বরিশাল জেলায়ই ১০৩ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এরমধ্যে ৩ জন চিকিৎসক সহ ৯জন স্বাস্থ্য কর্মীও রয়েছেন। গত ২৪ ঘন্টায় সংক্রমন প্রায় আড়াইগুন বেড়েছে করেনার অতুড় ঘর বরিশাল মহানগরীতে। এসময়ে নগরীতে ৪৫ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে, যা আগেরদিন ছিল ১৯। এনিয়ে মহানগরীতে ১২ হাজার সহ বরিশাল জেলায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২০ হাজার ৬০৫। মহানগরীতে ১০৩ জন সহ জেলায় মারা গেছেন ২৩২ জন।
গত ২৪ ঘন্টায় দক্ষিণাঞ্চলে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমন ছিল সবচেয়ে ছোট জেলা ঝালকাঠীতে, ৩৩ জন। জেলাটিতে সংক্রমন হার ২৭.৭৩%। দক্ষিণাঞ্চলের সর্বাধীক সংক্রমন হারের এ জেলায় ইতোমধ্যে ৫ হাজার ৩৯৩ জন আক্রান্তের মধ্যে ৬৯ জনের মৃত্যু হয়েছে। ভোলা ও পিরোজপুরেও গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ছিল ৩১ জন করে। তবে এসময়ে ভোলাতে সংক্রমন হার ছিল ৩০.৩৯%। যা আগের দিনের প্রায় দ্বিগুন। এ দ্বীপ জেলাটিতে ইতোমধ্যে ৭ হাজার ৬৩৬ জন আক্রান্তের মধ্যে ৯২ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে পিরোজপুরেও গত ২৪ ঘন্টায় মাত্র ৮৭ জনের নমুনা পরিক্ষায় ৩১ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তবে শনাক্তের হার আগের দিনের চেয়ে প্রায় ৫ ভাগ কমলেও এখনো তা ৩৫.৬৩%। জেলাটিতে ইতোমধ্যে ৬ হাজার ১৬৯ জন শনাক্তের মধ্যে ৮৩ জনের মৃত্যু হয়েছে।
পটুয়াখালীতেও গত ২৪ ঘন্টায় ১০৪ জনের নমুনা পরিক্ষায় ২৮ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। জেলাটিতে শনাক্তের হার আগের দিনের চেয়ে ১.৬৫% বেড়ে ২৬.৯২%-এ উন্নীত হয়েছে। পটুয়াখালীতে ইতোমধ্যে ৬ হাজার ৮৬৮ জনের দেহে করোনা পজিটিভ শনাক্তের মধ্যে ১০৯ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ মৃত্যুহারের বরগুনাতেও গত ২৪ ঘন্টায় ৮৫ জনের নমুনা পরিক্ষায় ২২ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তবে শনাক্তের হার ছিল আগের দিনের চেয়ে ৮% কম, ২৫.৮৮%। জেলাটিতে ইতোমধ্যে ৪ হাজার ৩৭৯ জন করোনা আক্রান্তের মধ্যে ৯৯ জনের মৃত্যু হয়েছে।
অপরদিকে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমিত হিসেবে গত ২৪ ঘন্টায় দক্ষিণাঞ্চলে আরো ১৬৭ জনের সুস্থ হয়ে ওঠার কথা বলা হয়েছে। তবে তা ছিল আগের দিনের চেয়ে ৩৩ জন কম। এ অঞ্চলে সর্বমোট সুস্থ হয়ে উঠেছেন ৪৬ হাজার ৮৮ জন। সুস্থতার হার এখনো প্রায় ৯১%।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ