Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে করোনায় মৃত্যুহীন দিন আজ, শনাক্ত ১৯৮ জনের

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২২, ২:০৩ পিএম

করোনাং গত ২৪ ঘন্টায় কারো মৃত্যু হয়নি সিলেটে। তবে গত সোমবার (৭ ফেব্রুয়ারি) থেকে আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত প্রাণঘাতি ভাইরাসে এ অঞ্চলে শনাক্ত হয়েছেন ১৯৮ জন। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যমতে, শনাক্তদের মধ্যে সিলেট ৯২, সুনামগঞ্জে ২১, হবিগঞ্জে ২২ ও ৩২ জন মৌলভীবাজারে। এছাড়াও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিভিন্ন স্থানের আরও ২৬ জনের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাসের অস্তিত্ব। এই ১৯৮ জনকে নিয়ে মোট করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা ৬৫ হাজার ২৬৯ জন সিলেট বিভাগে। এই ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে ওঠেছেন ৭৪ জন। এ নিয়ে সিলেটে মোট সুস্থ হওয়ার সংখ্যা ৫২ হাজার ১৭৩ জন। এ পর্যন্ত মারা যাওয়া ১২০৯ জনের মধ্যে সিলেট ৮৯৫, সুনামগঞ্জের ৭৫, হবিগঞ্জের ৪৯ ও ৭২ জন মৌলভীবাজারের। এছাড়াও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়া বিভিন্ন স্থানের আরও ১১৮ জন মৃত্যুরবরণ করেছেন করোনায়। অপরদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন করোনা রোগী। বিভিন্ন হাসপাতালে মোট ১৪৯ জন করোনা রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ১৩ জন রয়েছেন আইসিইউতে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ