Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

খুলনায় ২৪ ঘন্টায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ৬২

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৯ পিএম

গত ২৪ ঘন্টায় খুলনায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন। আরটি পিসিআর ল্যাবের পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ৬২ জন।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানান, চিকিৎসাধীন অবস্থায় ২৪ ঘন্টায় তিনজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন, নগরীর দোলখোলা এলাকার আদি সাহা (৭২), বাগেরহাট কচুয়ার মুনসুর আলী (৭০) ও নগরীর টুটপাড়ার হেনারা বেগম (৬২)।
এদিকে, খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, গত ২৪ ঘন্টায় ৩৪১ টি নমুনা পরীক্ষায় ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ১৮। শনাক্তদের মধ্যে ৩৫ জন পুরুষ ও ২৭ জন নারী। এ মুহুর্তে কোভিড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭২ জন। আইসিইউ তে রয়েছে ১০ জন। তিনি আরও জানান, শুরু থেকে এ পর্যন্ত খুলনা জেলায় শনাক্ত হয়েছেন ৩১ হাজার ৪৪৮ জন। মারা গেছেন ৭৯৪ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ