Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

শেখ হাসিনাকে লুক্সেমবার্গের প্রধানমন্ত্রীর ফোন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০১ এএম

বাংলাদেশ ও লুক্সেমবার্গের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাবিয়ার ব্যাটেল। গতকাল ভিডিও কনফারেন্সিংয়ে প্রায় ৩০ মিনিট কথা বলেন তারা। শুভেচ্ছা বিনিময়ের পর দুই দেশের প্রধানমন্ত্রী স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, লুক্সেমবার্গ বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নের বিশ্বস্ত সঙ্গী। দুই দেশের প্রধানমন্ত্রী চলমান কূটনৈতিক সম্পর্ক আরো উন্নয়নে ঐক্যমত পোষণ করেন। এ সময় শেখ হাসিনা করোনা প্যান্ডেমিকের মধ্যে বাংলাদেশকে ভ্যাকসিন ডোনেশনের জন্য ‘টিম ইউরোপ’কে ধন্যবাদ জানান। লুক্সেমবার্গের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের বর্তমান করোনা পরিস্থিত সম্পর্কে অবহিত করেন। এছাড়া রোগিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তনে লুক্সেমবার্গের সমর্থন প্রত্যাশা করেন শেখ হাসিনা
এ সময় লক্সেমবার্গের প্রধানমন্ত্রী জাবিয়ার ব্যাটেল জানান, রোহিঙ্গা ইস্যুতে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে। লুক্সেমবার্গের সহযোগীতায় সাতক্ষিরার শ্যামনগরে অবস্থিত ফ্রেন্ডশীপ হাসপাতাল রয়েল ইন্সটিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্ট অ্যাওয়ার্ড পাওয়ায় দেশটির প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, হাসপাতালটির আর্কিটেক্ট একজন বাংলাদেশী। ব্যাটেল বলেন, তার দেশে একহাজারের বেশি বাংলাদেশ অবস্থান করছে। এর মধ্যে ছাত্রছাত্রী সংখ্যাই বেশি।
দুই দেশের সাথে সরাসরি বিমান যোগাযোগ স্থাপনের বিষয়েও ঐক্যমত পোষণ করেন দুই প্রধানমন্ত্রী। তারা বলেন, শিঘ্রই কার্গো সার্ভিস চালু করা হবে। দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরো বৃদ্ধি করার বিষয়েও একমত হন তারা। ইউরোপের মার্কেটে জিএসপি সুবিধা পাওয়ায় বিষয়ে লুক্সেমবার্গের সহযোগিতা কামনা করেন শেখ হাসিনা। এ সময় ব্যাটেল বলেন, ইউরোপিয় ইউনিয়নে বাংলাদেশের ব্যাপারে ব্যবসায়িক সিদ্ধান্তে তাদের সমর্থন থাকবে।
এছাড়া জলবায়ু পরিবর্তনসহ নানা ইস্যুতে কতা বলেন তারা। শেখ হাসিনা বলেন, লুক্সেমবার্গ চাইলে জলবায়ু অবকাঠামো, নগর উন্নয়ন, রিনিওয়েবল এনার্জী, ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্পগুলো বিনিয়োগ করতে পারে। শেখ হাসিনাকে লুক্সেবার্গ সফরের আমন্ত্রণ জানান ব্যাটেল। প্রধানমন্ত্রীও ব্যাটেল কে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী

৩১ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ