গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
চট্টগ্রাম ব্যুরো ঃ বাংলাদেশ কোস্টগার্ডের বহরে যুক্ত হলো আরও দুটি নতুন জাহাজ। ইতালি থেকে কেনা ‘সিজিএস তাজউদ্দিন’ ও ‘সিজিএস সৈয়দ নজরুল’ নামে জাহাজ দু’টি গতকাল (বুধবার) সকালে কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাটে কোস্টগার্ডের বার্থ পতেঙ্গায় এসে পৌঁছেছে।
কোস্টগার্ডের পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন শহীদুল ইসলাম জাহাজ দু’টিকে স্বাগত জানান। কোস্ট গার্ডের আধুনিকায়নের জন্য ২০১৫ সালের ৫ মার্চ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি চারটি নৌযান কেনার প্রস্তাব অনুমোদন করে।
এরপর ইতালির নৌবাহিনীর কাছ থেকে তাদের পুরনো চারটি মিনার্ভা ক্লাস করভেট কিনে তা লিডার ক্লাস অফশোর পেট্রোল ভেসেলে রূপান্তরের কাজ শুরু হয়। চারটি নৌযানেরই নাম রাখা হচ্ছে চার জাতীয় নেতার নামে। এর মধ্যে প্রথম ধাপে গতকাল ‘সিজিএস তাজউদ্দিন’ ও ‘সিজিএস সৈয়দ নজরুল’ কোস্ট গার্ডের হাতে এসে পৌঁছাচ্ছে।
সিজিএস মনসুর আলী ও সিজিএস কামরুজ্জামানের রূপান্তরের কাজ চলছে জেনোয়ায়। কোস্টগার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮৭ মিটার দৈর্ঘ্যরে জাহাজ দু’টিতে কামান সংযুক্ত আছে পাশাপাশি পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের বিভিন্ন সরঞ্জামও আছে জাহাজ দুটিতে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।