নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : ইংল্যান্ডের বিপক্ষে স্মরণীয় টেস্ট জয়ের নায়ক মেহেদী হাসান মিরাজ বাবা-মা’র সান্নিধ্যে ২ দিন কাটিয়ে ফিরেছেন গতকাল ঢাকায়। গতকাল দলের সঙ্গে অনুশীলন করেননি, তবে এসেই মিরপুর একাডেমী মাঠে টিমমেটদের সাথে বিনিময় করেছেন কুশলাদি। ঢাকা টেস্টে ১২ উইকেট, সিরিজে ১৯ উইকেট পেয়ে ইতিহাস রচনা করা মেহেদী হাসান মিরাজ রাজশাহী কিংসের সর্বকনিষ্ঠ ক্রিকেটার। তারপরও টি-২০ ক্রিকেটে অভিজ্ঞতাহীন ১৯ বছরের এই ক্রিকেটারই আসন্ন বিপিএলএ রাজশাহী কিংসের প্রধান অনুপ্রেরণা। গতকাল অনুশীলন শেষে রাজশাহী কিংসের উইকেট কিপার নুরুল হাসান সোহান সে কথাই বলেছেনÑ ‘ওর দলে থাকা অনেক বড় একটা ব্যাপার। মিরপুর টেস্টে দারুণ পারফর্ম করে মিরাজ দলকে জিতিয়েছে। তাই ওর দলে থাকাটা আমাদেরকে অনেক অনুপ্রাণিত করবে। মাঠে পারফর্ম করাই আসল। ও মাঠে আমাদের সাপোর্ট দিবে ও যাতে ভাল পারফর্ম করে, সেজন্য আমরাও তাকে সাপোর্ট দিব।’
আগামীকাল দুপুরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে বিপিএলে নিজেদের অভিষেক ম্যাচ খেলবে রাজশাহী কিংস। দলটির ইংল্যান্ড রিক্রুট সামিট প্যাটেল এবং ওয়েস্ট ইন্ডিজ পেসার কেসরিক উইলিয়ামস ইতোমধ্যে যোগ দিয়েছেন দলের সঙ্গে। গতকাল সন্ধায় এসেছেন টি-২০ বিশ্বকাপ জয়ী অধিনায়ক ড্যারেন স্যামী, রাত ১১টায় ঢাকায় পা রেখেছেন পাকিস্তানের ওমর আকমল। উপল থেরাঙ্গাও আছেন দলের সঙ্গে। এদের উপস্থিতিতেই টিম স্পিরিটে দারুণ কিছু’র স্বপ্ন দেখছেন সোহানÑ ‘আমাদের দলটা অনেক তরুণ। টিম স্পিরিট অনেক ভালো। টি-টোয়েন্টিতে দরকার টিম স্পিরিট, আমার মনে এটা আমরা শতভাগ দিতে পারবো।’
সংক্ষিপ্ত ফরমেটের ক্রিকেটের মেগা আসর টি-২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দু’দুবার শিরোপা জিতেছে ড্যারেন স্যামীর নেতৃত্বে। তার হাতে উঠছে রাজশাহী কিংসের অধিনায়কের দায়িত্ব। সেখানেই দারুণ কিছুর ভরসা পাচ্ছেন সোহানÑ ‘সর্বশেষ বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন হয়েছে ড্যারেন সামির নেতৃত্বেই। অধিনায়ক হিসেবে উনি অনেক ভালো এবং টিমম্যাট হিসেবেও অনেক ভালো। আশা করছি তার নেতৃত্বে বিপিএল এবার ভালই উপভোগ করব।’
দলে এক ঝাঁক নতুন তরুণ। উদীয়মান অলরাউন্ডার সালমান হোসেন ও পেসার হান্ট থেকে উঠে আসা এবাদত হোসেন এই প্রথম খেলবে বিপিএল। মুমিনুল হক, রনি তালুকদার, আবুল হাসান রাজু, রকিবুল হাসান, ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত পারফরর্মার ফরহাদ রেজার সঙ্গে আছেন বাংলাদেশের টি-২০ সেনসেশন সাব্বির রহমান রুম্মান। এমন দলটিকে নিয়ে তো দারুণ কিছু’র স্বপ্ন দেখাটাই স্বাভাবিক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।