বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের তারকাটা অতিক্রম করে আড়াই মাসের ব্যবধানে আবারও সীমান্ত অতিক্রম করে ভারতীয় ৬ টি বন্য হাতি বড়গোপ (বারেক) টিলায় অবস্থান নিয়েছে। আজ রবিবার (৬ ফেব্রুয়ারি) ভোররাতে হাতিগুলোকে সীমান্ত এলাকায় দেখতে পান স্থানীয় লোকজন। বিষয়টি বিজিবি ও বন বিভাগের লোকজন জানতে পেরে বন্য হাতিগুলোকে নিরাপদে সরিয়ে দিতে চেষ্টা করছে এবং স্থানীয় লোকজনকে সতর্ক থাকতে করা হচ্ছে মাইকিং।
স্থানীয়রা প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত থেকেই টিলার ওপারে অবস্থান নিয়েছিল হাতিগুলো। ওপারের টিলার লোকজন হাতি তাড়াতে টিন বাজিয়ে উচ্চশব্দ তৈরি করায় এপারে এসে হাতিগুলো জঙ্গলের মধ্যে অবস্থান করছে। হাতি দেখার পর থেকে বিজিবি ও বন বিভাগের লোকজন বন্যহাতি থেকে সাধারণ মানুষকে নিরাপদ ও দূরে থাকার জন্য অনুরোধ জানিয়ে সীমান্ত এলাকায় মাইকিং করছেন। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবীর বলেন, সীমান্তের চাঁনপুর এলাকার বিজিবির মাধ্যমে ভারত থেকে ছয়টি হাতি নেমে আসার খবর পেয়েছি।
বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুবুর রহমান বলেন, রবিবার ভোর রাতে সীমান্ত অতিক্রম করে ভারতের মেঘালয় পাহাড়ের বন্য হাতিগুলো বড়গোপ টিলা এলাকায় ঢুকে পড়েছে।বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও বন বিভাগকে অবগত করা হয়েছে। বিজিবির সীমান্তের লোকজনকে নিরাপদে থাকার জন্য অনুরোধ করছে ও হাতিগুলোকে সরিয়ে দিতে বন বিভাগের লোকজনকে সহযোগিতা করছে। প্রসঙ্গত, গত বছরের ১৬ নভেম্বর রাতে একইভাবে সীমানা অতিক্রম করে ভারতের মেঘালয় পাহাড়ের চারটি বন্য হাতি নিয়েছিল অবস্থান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।