Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাকির নায়েকের বৈদেশিক তহবিল জব্দ

প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের ইসলামিক চিন্তাবিদ ও টিভি ব্যক্তিত্ব জাকির নায়েক সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের বৈদেশিক তহবিল আটকে দেয়া হয়েছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যবস্থা নিয়েছে। তাই এখন থেকে জাকির নায়েক আর বিদেশ থেকে আসা অর্থ উত্তোলন করতে পারবেন না। তার প্রতিষ্ঠানের ২০১০ সালের ফরেন কন্ট্রিবিউশনস রেগুলেশন অ্যাক্ট-এফসিআরএর রেজিস্ট্রেশন বাতিল করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, এফসিআরএর নিয়মকানুন লঙ্ঘন করায় লেনদেনে ৬ মাসের এই নিষেধাজ্ঞা ও লাইসেন্স বাতিল করা হয়। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়, এসব বৈদেশিক অনুদান তিনি সমাজে উগ্র মতবাদ ছড়ানোর কাজে ব্যবহার করতেন। টিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাকির নায়েকের বৈদেশিক তহবিল জব্দ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ