মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : আরিজোনার প্রেসকোটের ১০২ বছর বয়সী বৃদ্ধা প্রেসকোট গত ১ নভেম্বর ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনকে আগাম ভোট দিয়েছেন। ভোট দিয়ে উৎফুল্ল প্রতিক্রিয়ায় তিনি বলেন, ভুমিষ্ট হওয়ার আগেই নারী যেন তার অধিকার নিয়ে জন্মায়, সে কারণেই তিনি হিলারিকে ভোট দিয়েছেন। এ ছাড়াও বিল ক্লিনটনের সময় থেকেই তিনি স্বপ্ন দেখে এসেছেন, হিলারিকে প্রেসিডেন্ট হিসেবে দেখার। জেরি এমেট নামের এই বৃদ্ধা রাজ্যের আগাম ভোট ব্যবস্থা মোতাবেক তার মতো আগাম ভোট দিতে আরিজোনাবাসীর প্রতি আহ্বান জানান। ফিলাডেলফিয়ার ডেমোক্রেটিক পার্টির সম্মেলনে এমেট হিলারির সমর্থনে নীল ও সাদা রংয়ের পোশাক পড়েছিলেন। আরিজোনার ৮৫ টি ডেলিগেট ভোটের মধ্যে ক্লিনটনের পক্ষে ৫১টি ভোট পড়েছে। এমেটের মা ১৯২০ সালে সংগ্রাম করে ১৯তম সংশোধনীতে নারীর ভোটাধিকার আদায় করেছিলেন। এপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।