Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মরোক্কোয় এক শিশুকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২২, ১:১৭ পিএম

মরক্কোয় গভীর কুয়োতে আটকে পড়েছে পাঁচ বছরের এক শিশু৷ শিশুটিকে নিরাপদে তুলে আনতে তৎপর উদ্ধারকারী দল৷ দ্রুত গতিতে এগোচ্ছে উদ্ধারকাজ৷

মরক্কোর শিশাওয়েন এলাকার উত্তরে পাহাড়ের ধারে অবস্থিত কুয়োটি বেশ গভীর৷ কুয়োর একেবারে তলদেশে শিশুটি আটকে পড়ায় অত্যন্ত সাবধানতার সঙ্গে কাজ করতে হচ্ছে উদ্ধারকারী দলকে৷ পাঁচ বছরের শিশুটি (রায়ান নামে ডাকা হচ্ছে তাকে) কুয়োয় পড়ে যাওয়ার পর থেকে উত্তর আফ্রিকার দেশে সবাই প্রার্থনা করছেন, যেন বেঁচে যায় সে৷ ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে৷
রাষ্ট্রীয় গণমাধ্যম এসএনআরটি এক উদ্ধারকারীর বয়ান প্রকাশ করেছে৷ সেখানে বলা হয়েছে, চরম দুশ্চিন্তায় রয়েছেন শিশুটির মা৷ তিনি জানিয়েছেন, ‘‘মরক্কোবাসীর কাছে অনুরোধ, আপনারা প্রার্থনা করুন, আমার সন্তান যেন নিরাপদে ফিরে আসে৷'' ৩২ মিটার গভীর কুয়োটির উপরিভাগের ব্যাস ১৮ ইঞ্চি (৪৫ সেমি)৷ ধীরে ধীরে তলদেশের দিকে কুয়োটি একেবারে সংকীর্ণ হয়ে গেছে৷ তাই শিশুটিকে ফিরিয়ে আনতে উদ্ধারকারীরা কেউ নামতে পারছেন না৷
হাড়হিম করা ঠান্ডায় গভীর কুয়োয় রয়েছে শিশুটি৷ তার কাছে পৌছে দেওয়া হয়েছে খাবার৷ কিন্তু সে খাবার আদৌ খেতে পেরেছে কি না, তা স্পষ্ট নয়৷ নলের মাধ্যমে তার কাছে অক্সিজেন ও জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে৷ বুলডোজারের মাধ্যমে পাহাড়ের দিকে একটি পরিখার মতো অংশ কাটা হয়েছে৷ কুয়োর পাশেই কাটা হয়েছে এই গর্ত৷ স্থানীয় রিপোর্ট বলছে, উদ্ধারকারীরা এখন কুয়োর সমান গভীরতায় পৌঁছে যাওয়ার অপেক্ষায়৷
শিশুটিকে বাঁচাতে অনুভূমিকভাবে খনন শুরু হবে, এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে একথা জানিয়েছেন৷ উদ্ধারকারী দলের একজন শুক্রবার স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘‘সবচেয়ে জটিল উদ্ধার পদক্ষেপের প্রস্তুতি চলছে৷ আমাদের অনুভূমিকভাবে তিন থেকে পাঁচ মিটার খনন করতে হবে৷'' একটি হেলিকপ্টারও প্রস্তুত রয়েছে ঘটনাস্থলে, যাতে রায়ানকে উদ্ধারের সঙ্গে সঙ্গে হাসপাতালে পৌঁছে দেওয়া যায়৷ সবার একটাই প্রার্থনা, মায়ের কোলে ফিরুক রায়ান৷ সূত্র: এফপি, এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুয়ো
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ