গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত কারো মৃত্যু হয়নি। এ সময় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫৩৯ জন। গতকাল শুক্রবার জেলা সিভিল সার্জন অফিস থেকে জানানো হয় ১০টি ল্যাবে তিন হাজার ১৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সংক্রমণ শনাক্তের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ। আগের দিন গত বৃহস্পতিবার এ হার ছিল ১৮ দশমিক ৮৮ শতাংশ। গত বুধবার এ হার ছিল ২১ দশমিক ৩২ শতাংশ। গত ২৪ জানুয়ারি চট্টগ্রামে সর্বোচ্চ শনাক্তের হার ছিল ৪০ শতাংশ। ১৩ দিনের মধ্যে শনাক্তের হার ২৪ শতাংশ কমেছে। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীর বাসিন্দা ৩৪৪ জন এবং বাকি ১৯৫ জন বিভিন্ন উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা এক লাখ ২২ হাজার ২১১। মারা গেছেন এক হাজার ৩৫৯ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।