বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে আব্দুর রহমান (৭৮) গতকাল বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় মারা যান। এর ৫ ঘণ্টা পরই মৃত্যুর কোলে ঢলে পড়েন তার স্ত্রী জুবেদা খাতুন (৬৮)। স্বামী-স্ত্রীর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় মো. রফিকুল ইসলাম খোকন মেম্বার জানান, আব্দুর রহমান তার চাচা। বিশ্বনাথপুর গ্রামের মৃত আছমত আলীর ছেলে। গত বৃহস্পতিবার সকালে সাড়ে ৭টায় হঠাৎ করেই মারা যান। তিনি জ্বরে আক্রান্ত ছিলেন। জুবেদা খাতুন দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন। তার মৃত্যুর শোক সইতে পারেননি। তিনিও মারা যান দুপুর সাড়ে ১২টার দিকে। তারা ৩ ছেলে, ৫ মেয়ে, নাত-নাতিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
আব্দুর রহমান পেশায় একজন কৃষক ছিলেন। তার এক ছেলে মো. মতিউর রহমান লালখান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাদের মৃত্যুতে শোক প্রকাশ করেন লালখান উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও কর্মরত শিক্ষকরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।