Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মতলবে বিক্রি হওয়া সন্তানটি উদ্ধার করে মায়ের হাতে তুলে দিলেন প্রশাসন

মতলব (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২২, ১২:১৯ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কথিত বিক্রি হয়ে যাওয়া শিশুটিকে উদ্ধার করে তার প্রকৃত মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে রাত অবধি উপজেলা সহকারী কমিশনার(ভূমি)হেদায়েত উল্যাহ ও স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় যৌথ অভিযানে শিশুটিকে উদ্ধার করা হয়।

উদ্ধার কার্যক্রম সার্বিকভাবে তত্ত্বাবধান করেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।

মতলব উত্তর উপজেলা প্রশাসনের তৎপরতায় এ উপজেলার ষাটনল ইউনিয়ন হতে জনৈক শীমলা আক্তার এর নিকট থেকে শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়। এ সময় উভয় পক্ষকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা পারস্পারিক সিদ্ধান্তের মাধ্যমে সরল বিশ্বাসে উক্ত ঘটনাটি ঘটিয়েছেন। বর্তমানে তারা উভয়পক্ষ আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে উপজেলা প্রশাসনের সহযোগিতায় মুচলেকা প্রদানের মাধ্যমে শিশুটিকে তার প্রকৃত মায়ের কাছে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), মতলব উত্তর থানা পুলিশের সদস্যগণ ও স্থানীয় জনসাধারণ। এ সময় উপজেলা নির্বাহী অফিসার শরিফুল হাসান তার ব্যক্তিগত পক্ষ থেকে উক্ত শিশুর মায়ের কাছে নগদ অর্থ (৫,০০০/-) তুলে দেন।

শিশু উদ্ধার এর ক্ষেত্রে জনসাধারণের স্বতস্ফূর্ত সহযোগিতা পাওয়া যায়।

সিজারিয়ান অপারেশনের পর হাসপাতালের বিল পরিশোধ করতে না পেরে জন্ম নেওয়া নবজাতককে বিক্রি করে দেওয়ার ঘটনা ঘটেছে। এমন খবর পাওয়ার পর উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা শিশুটি কে উদ্ধার করে তার মায়ের হাতে তুলে দিলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রশাসন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ