Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানে সামরিক ঘাঁটিতে নিহত ১৯

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২২, ১২:১২ এএম

পাকিস্তানের বালোচিস্তান প্রদেশে এক রাতে দুটি সামরিক ঘাঁটিতে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় প্রাণ হারিয়েছেন চার সেনা সদস্য। সংঘর্ষে ১৫ বালোচ বিদ্রোহীও নিহত হয়েছেন। বৃহস্পতিবার পাকিস্তানের এক শীর্ষ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের। পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশেদ আহমেদ এক ভিডিও বার্তায় বলেছেন, আমাদের সশস্ত্র বাহিনী বড় ধরনের একটি হামলা প্রতিহত করেছে। সংঘর্ষে চার সেনা ও ১৫ বিদ্রোহী নিহত হয়েছেন। আরও চার-পাঁচ বিদ্রোহীকে ঘিরে রাখা হয়েছে। তাদের বিষয়ে সেনাবাহিনী ব্যবস্থা নেবে। বালোচ লিবারেশন আর্মি (বিএলএফ) এ হামলার দায় স্বীকার করে জানিয়েছে, তাদের আত্মঘাতী হামলাকারীরা সামরিক ঘাঁটির প্রবেশপথে বিস্ফোরকবোঝাই গাড়ির বিস্ফোরণ ঘটিয়েছে। এতে অর্ধশতাধিক সেনা প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠীটি। এর আগে, গত সপ্তাহে গোয়াদার বন্দরের কাছে বিদ্রোহীদের হামলায় পাকিস্তানের ১০ সেনা নিহত হন। গত কয়েক বছরের মধ্যে পাকিস্তান সামরিক বাহিনীর ওপর এটিই বালোচ বিদ্রোহীদের সবচেয়ে প্রাণঘাতী হামলা। স্বাধীনতার দাবিতে বালোচ গেরিলারা বহুদিন ধরে পাকিস্তান সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। দেশটির সরকার ওই অঞ্চলের মূল্যবান গ্যাস ও খনিজ সম্পদ তুলে নিয়ে অন্য এলাকায় অন্যায্যভাবে ব্যবহার করছে বলে অভিযোগ তাদের। বালোচ বিদ্রোহীরা সাধারণত পাকিস্তানি নিরাপত্তা বাহিনী ও তেল-গ্যাস স্থাপনাগুলোতে হামলা চালিয়ে থাকে। চীনা প্রকল্প ও এর সংশ্লিষ্টরাও তাদের আক্রমণের লক্ষ্য হয়ে উঠেছে। গত বছরই অঞ্চলটিতে বিদ্রোহীদের হামলায় ১০ চীনা প্রকৌশলীসহ ২৬ জন নিহত হন। গোয়াদার বন্দরসহ বালোচিস্তানে একাধিক বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে চীন। দেশটি পাকিস্তানে চীনা নাগরিকদের নিরাপত্তা নিয়ে বেশ উদ্বিগ্ন। যদিও পাকিস্তান বরাবরই সবধরনের নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়ে আসছে। নিহত চীনা প্রকৌশলীদের ১ কোটি ১৬ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইমরান খানের সরকার। পাকিস্তানি প্রধানমন্ত্রী কিছু দিনের মধ্যেই শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বেইজিং যাচ্ছেন। রয়টার্স।

 

 



 

Show all comments
  • Sheikh Nasim Ahmed ৪ ফেব্রুয়ারি, ২০২২, ৭:৫৬ এএম says : 0
    যদিও ভাইয়ে ভাইয়ে লড়াই, তবে আমি স্বাধীনতাকামীদের দলে
    Total Reply(0) Reply
  • তরিকুল ৪ ফেব্রুয়ারি, ২০২২, ৭:৫৬ এএম says : 0
    বালুচিস্তান বাংলাদেশের ইতিহাস ফলো করে একটি মুসলিম রাষ্ট গঠন করবে সমস্যা কি?
    Total Reply(0) Reply
  • Masud Rana Chowdhury ৪ ফেব্রুয়ারি, ২০২২, ৭:৫৭ এএম says : 0
    আলহামদুলিল্লাহ , পাকিস্তানের পরাজয় মানেই বাংলাদেশের বিজয়।
    Total Reply(0) Reply
  • Monjur Rashed ৪ ফেব্রুয়ারি, ২০২২, ১২:৩৬ পিএম says : 0
    Baluchistan is not surrounded by Indian borders like Bangladesh. So Baluch miscreants should stop dreaming.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ