Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে করোনায় আরও দু’জনের মৃত্যু, শনাক্ত ৩৮৯ জনের

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২২, ৩:১৫ পিএম

করোনাভাইরাস গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও দুজন সিলট বিভাগে। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের তথ্যমতে- বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেট জেলার ্এ দু’জন। রোগী মারা গেছেন। ওই সময়ে ৩৮৯ জনের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাসের অস্তিত্ব। এরমধ্যে সিলেট ২৪০, সুনামগঞ্জে ৩৮, হবিগঞ্জে ২৩ ও ৪৪ জন মৌলভীবাজারে। এছাড়াও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিভিন্ন স্থানের আরও ৪৪ জনের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাসের অস্তিত্ব। এই ৩৮৯ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা ৬৪ হাজার ১৩। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনা থেকে সেরে ওঠেছেন ১২৬ জন। এ নিয়ে মোট সুস্থ হওয়ার সংখ্যা ৫১ হাজার ৬৮৯ জন সিলেটে। এপর্যন্ত মারা ১২০৩ জনের মধ্যে সিলেট ৮৮৯, সুনামগঞ্জের ৭৫, হবিগঞ্জের ৪৯ ও ৭২ জন মৌলভীবাজারের। এছাড়াও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়া বিভিন্ন স্থানের আরও ১১৮ জন করোনায় মৃত্যুরবরণ করেছেন। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে আরও জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮ জন করোনা রোগী। আর বর্তমানে বিভিন্ন হাসপাতালে মোট ১৭০ জন করোনা রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ১৭ জন রয়েছেন আইসিইউতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ