Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

ধানবাদে তিনটি কয়লাখনিতে ধস, নিহত অন্তত পাঁচ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২২, ১২:৪৩ পিএম

ধানবাদে তিনটি পরিত্যক্ত কয়লাখনিতে বেআইনি খননের সময় ধস নামে। এর ফলে অন্ততপক্ষে পাঁচজন মারা গেছেন। সোমবার ভোর পাঁচটা নাগাদ কাপাসারা খনিতে ধস নামে। তারপর রাতে নিসাতে ছাচ ভিক্টোরিয়া খনিতে ধস নামে। মঙ্গলবার সকালে ধস নামে গোপীনাথপুর ওপেন কাস্ট খনিতে।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, তিনটি খনিতেই উদ্ধারকাজ পুরোদমে চলছে। বেআইনি খননের জন্যই এই ঘটনা ঘটেছে। কতজন আটকে পড়েছেন তা একমাত্র কয়লা খনি কর্তৃপক্ষ বলতে পারবেন। ধানবাদ রুরালের পুলিশ সুপার জানিয়েছেন, কতজন মারা গেছেন তা তিনি বলতে পারবেন না। আহতদের সংখ্যাও নয়। কারণ, তারা রিপোর্ট এখনো খতিয়ে দেখছেন। পুলিশের দল তিনটি খনিতেই গেছে।

বেআইনি খননকারীর পরিবারের আশঙ্কা, পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, তাই তারা পুলিশের কাছে নিখোঁজদের বিষয়ে কোনো রিপোর্ট করছে না। পুলিশ বা খনির কর্মীরা আসার আগেই গ্রামবাসীরা কিছু মানুষকে উদ্ধার করে। পরে পুলিশ জানিয়েছে, গোপীনাথপুরেই অন্ততপক্ষে পাঁচজন মারা গেছেন। স্থানীয় বিধায়ক অপর্ণা দাশগুপ্ত বলেছেন, অন্ততপক্ষে ১২ জন মারা গেছেন।

ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের এক কর্মকর্তা জানিয়েছেন, তাদের পরিত্যক্ত খনিতে দুর্ঘটনা ঘটেছে। তাই এটা এখন জেলা প্রশাসনের আওতায় পড়ে। যে সব খনিতে কাজ চলছে, সেখানে কোনো দুর্ঘটনা ঘটেনি। তিনি জানিয়েছেন, কতজন মানুষ পরিত্যক্ত খনিতে আটকে পড়েছেন, তার হিসাব তাদের কাছে নেই। ছাচ ভিক্টোরিয়ার খনির বাইরে প্রচুর চটি পাওয়া গেছে বলে ভারত কুকিং কোল লিমিটেডের কর্মকর্তা জানিয়েছেন। ফলে সেখানে এখনো অনেকে ভিতরে আটকে আছেন বলে সন্দেহ করা হচ্ছে। সূত্র: পিটিআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধানবাদ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ