নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে দ্বিতীয় সাউথ এশিয়ান ইউনিফায়েড ক্রিকেট টুর্নামেন্ট। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরিফ খান জয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এমপি এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান। বাংলাদেশ ও ভারতের দু’টি করে দলের সঙ্গে শ্রীলংকা ও পাকিস্তানের একটি করে দল অংশ নেবে এ আসরে। গতকাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্পেশাল অলিম্পিক বাংলাদেশের চেয়ারম্যান শামীম মতিন চৌধুরী। এ সময় সাবেক চেয়ারম্যান আসাফ উদ দৌলা, বাংলাদেশের দু’দলের দুই দলনেতা খায়রুল ইসলাম খান ও শওকতুর রহমান চিনু, মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা কামরুন নাহার ডানা এবং স্পেশাল অলিম্পিকের জাতীয় পরিচালক ফারুকুল ইসলাম উপস্থিত ছিলেন। সম্মেলনে মিডিয়াকে জানানো হয়, প্রতি দলে ছয়জন বুদ্ধি প্রতিবন্ধী এবং পাঁচজন স্বাভাবিক ক্রিকেটার খেলবেন। ২০ ওভারের টুর্নামেন্টে উইকেটরক্ষক ছাড়া অন্য খেলোয়াড়রা দু’ওভার করে বল করতে পারবেন। প্রত্যেকে দু’ওভার করে ব্যাটিংয়ের সুযোগ পাবেন। দু’ওভারের মধ্যে আউট হলে পয়েন্ট কাটা যাবে। কিন্তু তাকে দু’ওভারই খেলতে হবে। ২০১৪ সালে ঢাকায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত এবং রানার্সআপ ট্রফি জিতেছিলো স্বাগতিক বাংলাদেশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।