Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদ্যুৎচালিত যাত্রীবাহী প্লেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

ইসরাইলি কোম্পানি এভিয়েশন-এর তৈরি করা অ্যালিস নামের প্লেনটির ইঞ্জিন টেস্ট গত সপ্তাহে সম্পন্ন হয়েছে। সিয়াটলের উত্তরে আরলিংটন মিউনিসিপ্যাল বিমানবন্দরে এই পরীক্ষা সম্পন্ন হয়। এভিয়েশন-এর প্রধান নির্বাহী (সিইও) ওমের বার-ইয়োহে জানিয়েছেন অ্যালিস-এর প্রথম ফ্লাইট শুরুর আর মাত্র কয়েক সপ্তাহ বাকি আছে। বৈদ্যুতিক গাড়ি কিংবা সেল ফোনের মতো একই ব্যাটারি প্রযুক্তিতে তৈরি অ্যালিস ৩০ মিনিটের চার্জে নয় জন যাত্রী নিয়ে এক ঘণ্টা উড়তে পারবে। পাড়ি দিতে পারবে প্রায় ৪৪০ নটিক্যাল মাইল। প্লেনটি সর্বোচ্চ প্রতি ঘণ্টায় ২৮৭ মাইল বেগে ছুটতে পারবে। এভিয়েশন মূলত বৈদ্যুতিক আকাশ ভ্রমণের ওপর নজর দিয়েছে। তারা আশা করছে, আগামী সাত থেকে ১০ বছরের মধ্যে একটি বৈদ্যুতিক প্লেন ২০ থেকে ৪০ জন পর্যন্ত যাত্রী বহন করতে পারবে। এভিয়েশন বৈদ্যুতিক প্লেনটির তিনটি ধরন নিয়ে কাজ করছে। একটি হলো কমিউটার, একটি এক্সিকিউটিভ এবং একটি বিশেষায়িত পরিবহন প্লেন। কমিউটার প্লেনটির টেস্ট সম্পন্ন হয়েছে। এতে নয় যাত্রী ও দুই পাইলট এবং ৮৫০ পাউন্ড ওজন বহন করা যাবে। এক্সিকিউটিভ ধরনটি মূলত আরামদায়ক ভ্রমণের জন্য নকশা করা হয়েছে। ছয় জন যাত্রীর জন্য প্রশস্ত জায়গা থাকবে এতে। আর পরিবহন প্লেনটি ৪৫০ কিউবিক ফুট আয়তনের পণ্য বহন করতে পারবে। সূত্র : সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদ্যুৎচালিত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ