Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেলারুশ সীমান্তে ক্যামেরা স্থাপনের পরিকল্পনা লিথুয়ানিয়ার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২২, ৩:৪০ পিএম

অভিবাসনপ্রত্যাশিদের অবৈধ প্রবেশ ঠেকাতে বেলারুশ সীমান্তজুড়ে নজরদারি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা করছে লিথুয়ানিয়া৷ গত শুক্রবার সীমান্ত পরিদর্শনকালে সরকারের এ পরিকল্পনার কথা জানান লিথুনিয়ার প্রধানমন্ত্রী ইনগ্রিডা সিমোনিতে৷

ইউরোপের পূর্বদিকে অবস্থিত লিথুয়ানিয়ার সীমান্তটির মোট দৈর্ঘ্য ছয়শ ৮০ কিলোমিটার৷ এর অর্ধেক অংশে ইতিমধ্যে নজরদারি ক্যামেরা বসানো আছে বলে জানা গেছে৷ প্রধানমন্ত্রী ইনগ্রিডা সিমোনিতে জানান, ইউরোপীয়ান কর্তৃপক্ষের সাথে আলোচনায় জানা গেছে সীমান্তে বেড়া স্থাপনের চেয়ে ক্যমারো বসানোয় অনেক কম খরচ পড়বে৷ উল্লেখ্য, সীমান্তের প্রস্তাবিত অংশে ক্যামেরা বসাতে প্রায় চার কোটি ইউরোর পরিকল্পনা হাতে নিয়েছে দেশটি৷

বেলারুশের পোল্যান্ড ও লিথুয়ানিয়া সীমান্তে গত কয়েক মাস ধরে অভিবাসনপ্রত্যাশীদের অবস্থান নিয়ে অচলাবস্থা চলছে৷ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে অভিবাসনপ্রত্যাশীরা ইউরোপে পৌঁছার উদ্দেশ্যে বেলারুশ সীমান্তে জড়ো হচ্ছেন৷ প্রচন্ড শীতে অস্থায়ী তাঁবুতে এবং জঙ্গলে অবস্থান করছে তারা৷ সেখানে হতাহতের ঘটনার খবরও পাওয়া গেছে৷

তবে সীমান্তের এ সংকটের জন্য বেলারুশকে দায়ী করছে ইউরোপ৷ ইউরোপের রাজনৈতিক নেতাদের দাবি, বেলারুশের উপর আরোপিত নিষেধাজ্ঞার প্রতিবাদেই এসকল অভিবাসনপ্রত্যাশীকে ইউপরোপীয় ইউনিয়নের দেশগুলোতে প্রবেশের সুযোগ দেওয়া হবে এমন আশ্বাস দিয়ে সীমান্তে নিয়ে আসা হয়েছে৷ সূত্র: ডিপিএ৷



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেলারুশ-লিথুয়ানিয়া
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ