Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

খুলনায় ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ২০৪, মৃত্যু ১

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২২, ১:১৮ পিএম

গত ২৪ ঘন্টায় খুলনায় করোনা আক্রান্ত হয়ে একজন নারীর মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২০৪ জনের।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত সাহিদা (৭০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। হাসপাতালের রেডজোনে ১৬ জন, ইয়ালোজোনে ২১ জন এবং আইসিইউতে ৭ জন চিকিৎসাধীন রয়েছেন।
খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, গত ২৪ ঘন্টায় খুলনায় ২০৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। খুলনা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে মোট ৬৬০ টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩০ দশমিক ৯১ শতাংশ। আক্রান্তদের মধ্যে জন ১১৩ পুরুষ ও ৯১ জন নারী। তিনি আরো জানান, এ পর্যন্ত খুলনায় করোনা শনাক্ত হয়েছে ৩০ হাজার ৫১৪ জনের। মারা গেছেন ৭৮১ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ