Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

পর্তুগালে ক্ষমতাসীনদের জয়লাভ, যৌথ সরকার গঠনের ডাক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২২, ৩:২৩ পিএম

পর্তুগালের নির্বাচনে দ্বিতীয়বারের মতো জয়লাভ করেছে ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টি (পিএস)। ২৩০টির মধ্যে প্রধানমন্ত্রী এন্তোনিয় কোস্তার দল পেয়েছে ১১৭টি আসন। দ্বিতীয় অবস্থানে রয়েছে সোশ্যাল ডেমোক্রেট পার্টি (পিএসডি)।

সোশ্যালিস্ট পার্টির জয়ের খবরে উল্লাসে ফেটে পড়েন সমর্থকরা। বিপ্লবী সঙ্গীত পরিবেশনের পাশাপাশি পতাকা হাতে দেখা যায় অনেক পর্তুগীজকে। ফলাফল ঘোষার আগে এন্তোনিয় কোস্তা বলেন, তার দল ১১৭ অথবা ১১৮ আসনে বিজয়ী হতে যাচ্ছে। তিনি ২০১৫ সালে ক্ষমতায় এসেছিলেন।
এবারের নির্বাচনে তৃতীয় অবস্থানে কট্টরপন্থী শেগা, দলটির প্রাপ্ত ভোট শতকরা ৭ দশমিক ২ শতাংশ। চতুর্থ অবস্থানে আইএল। পঞ্চমে সিডিও, দলটি ৫টি সংসদীয় আসন পেয়েছে।
১৫ তম জাতীয় নির্বাচনে সংসদীয় আসন সংখ্যা ছিল সর্বমোট ২৩০টি। প্রতিবারের মতো এবারও নির্বাচনে অংশগ্রহণ করেছে প্রধান প্রধান রাজনৈতিক দলসহ সর্বমোট ২৩টি রাজনৈতিক দল। সূত্র: দ্য গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যৌথ সরকার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ