Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লালপুরে পরিত্যক্ত সার্টার গান ও আগ্নেয়াস্ত্রের বাট উদ্ধার

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২২, ১:৫৯ পিএম

নাটোরের লালপুর-বাঘা সড়কের বেরিলাবাড়ী ব্রীজের নিচ থেকে পরিত্যক্ত একটি সার্টার গান ও একটি আগ্নেয়াস্ত্রের বাটের অংশ বিশেষ উদ্ধার করেছে লালপুর থানা পুলিশ।
রবিবার (৩০ জানুয়ারি) বিকেলে লালপুর থানা পুলিশ পরিত্যক্ত একটি সার্টার গান ও একটি আগ্নেয়াস্ত্রের বাটের অংশ বিশেষ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, লালপুর-বাঘা সড়কের বেরিলাবাড়ী নতুন ব্রীজ তৈরির লক্ষে বর্তমান ব্রীজটি ভেঙ্গে ফেলার সময় ভেকুর চালক ও সংশ্লিষ্টরা পরিত্যক্ত একটি সার্টার গান ও একটি আগ্নেয়াস্ত্রের বাটের অংশ বিশেষ দেখতে পেয়ে পুলিশ কে জানায়। খবর পেয়ে লালপুর থানার ওসি (তদন্ত) আবু সিদ্দিক ও এসআই তৌফিকুল ইসলাম ঘটনাস্থল থেকে পরিত্যক্ত সার্টার গান ও আগ্নেয়াস্ত্রের বাট উদ্ধার করে থানায় নিয়ে যান।
লালপুর থানার ওসি ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্ধার

২৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ