মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ভারতের ভোপালের সেন্ট্রাল জেল ভেঙে বিদ্রোহীদের পালানো ঘটনার পর সব জেলের নিরাপত্তা বাড়ানো হয়েছে। ওদিকে ৮ সিমি বিদ্রোহীর ব্যবহৃত পেনড্রাইভ, মোবাইল সিম, মেমোরি কার্ড ও চার্জার উদ্ধার করা হয়েছে তারা যেখানে থাকত সেখানে তল্লাশি চালিয়ে। পাটনার জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জয় আগারওয়ালের নির্দেশে উদ্ধারকৃত এসব আলামত ভোপাল কারা কর্তৃপক্ষের কাছে জমা দেয়া হয়েছে। ঘটনার পর দিন জেলার ঊর্ধ্বতন পুলিশ এই অভিযান পরিচালনা করে। অন্যদিকে, সিমি বিদ্রোহীদের খতম অভিযানের ঘটনা নিয়ে অসংখ্য প্রশ্ন উঠেছে, দানা বেঁধেছে বিতর্ক। সংবাদমাধ্যমের হাতে আসা ভিডিও ফুটেজ এবং বিরোধী দলগুলোর হইচইয়ে, গোটা ঘটনাটি ভুয়ো সংঘর্ষ কিনা, সে প্রশ্ন জোরালো হয়েছে। জাতীয়তাবাদী ভাবাবেগ আরও উসকে দিতেই এমন ঘটনা ‘ঘটানো’ হল কিনা, উঠছে সেই প্রশ্নও। ইন্ডিয়া টুডে ও এবিপি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।