Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশের স্বপ্ন ছিনিয়ে নিল ভারত

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২২, ১২:০২ এএম

চরম ব্যাটিং ব্যর্থতায় ইংল্যান্ডের কাছে হার দিয়ে আসর শুরু। মাঝে ছোট দুই প্রতিপক্ষ কানাডা ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অনায়াস দুই জয়। কিন্তু কোয়ার্টার ফাইনাল মঞ্চে এসে আবার সেই ব্যাটিং ব্যর্থতা। আগের বিশ্বকাপে ভারতকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এবার তাদের বিপক্ষে লড়াই জমাতেই পারল না যুবারা। অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে যুব বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। এদিন এক ইনিংস পরই মূলত ম্যাচের গতিপথ ঠিক হয়ে যায়। আগে ব্যাট করতে নেমে ভারতীয় যুবাদের তোপে রাকিবুল হাসানের দল গুটিয়ে যায় মাত্র ১১১ রানে। এত অল্প পুঁজি নিয়ে লড়াইয়ের বাস্তবতা ছিল না, হয়ওনি। ওই রান তুলতে ৫ উইকেট হারাতে হলেও ১১৫ বল বাকি রেখে ম্যাচ শেষ করে ফেলে ভারত।

বর্তমান চ্যাম্পিয়নদের এবার তাই থামতে হয়েছে শেষ চারের আগে। মূল আসর থেকে ছিটকে পড়ায় বাংলাদেশের যুবাদের খেলতে হবে স্থান নির্ধারনী ম্যাচ। আর আগামী ২ ফেব্রুয়ারি ফাইনালে উঠার লড়াইয়ে ভারত নামবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
১০০ ওভারের ম্যাচ শেষ ৬৮ ওভারে। এক দলের ছোট্ট পুঁজি পার হতে আরেকদলকে বেগ পেতে হলো বেশ। তবে ২২ গজে ব্যাট-বলের লড়াইয়ে নয়, ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে নাকি ম্যাচ শুরুর আগেই! রকিবুলের দাবি অন্তত এরকমই। যুব বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ভারতের কাছে হারের পর বাংলাদেশ অধিনায়ক দায় দিয়েছেন টস হারকে।


অ্যান্টিগার উইকেট এদিন ছিল বেশ স্যাঁতস্যাঁতে। উইকেটে ঘাসের ছোঁয়া ছিল বিচ্ছিন্নভাবে। চ্যালেঞ্জিং উইকেটে টস হেরে আগে ব্যাটিংয়ে নামতে হয় বাংলাদেশকে। ভারতের বাঁহাতি পেসার রবি কুমারের দারুণ বোলিংয়ে ১৪ রানের মধ্যে প্রথম তিন ব্যাটসম্যানকে হারায় বাংলাদেশ। পরে ভারতের দুই স্পিনার ভিকি ওসওয়াল ও কৌশল টাম্বে উইকেটে টার্ন ও বাউন্সও পান দারুণভাবে। ৫৬ রানে ৭ উইকেট হারায় বাংলাদেশ। খানিকটা লড়াই করে এরপর ১১১ রান পর্যন্ত যেতে পারলেও তা যথেষ্ট হয়নি। বাংলাদেশের পেসার রিপন মন্ডল দারুণ বোলিংয়ে ৪ উইকেট নিয়ে লড়াই করেন। কিন্তু ভারত শেষ পর্যন্ত ৫ উইকেট জিতে পা রাখে সেমি-ফাইনালে। বাংলাদেশের ট্রফি ধরে রাখার স্বপ্ন শেষ হয়ে যায় শেষ চারে ওঠার আগেই।
গত আসরে শিরোপা জয়ের পথে বড় অবদান রাখা রকিবুল এবার অধিনায়ক হিসেবে স্বাক্ষী হলেন ব্যর্থতার। তবে ম্যাচের পর এই বাঁহাতি স্পিনার বললেন, টসভাগ্যই কাল হয়েছে তাদের, ‘আমার মনে হয়, টসেই ম্যাচের ফল হয়ে গেছে। উইকেট শুরুতে অনেক নরম ছিল। ওদের বোলাররা এটির ফায়দা কাজে লাগিয়ে ভালো বল করেছে।’ তবে টস হেরেই তো সব শেষ হয়ে যাওয়ার কথা নয়! এই মাঠেই আরেকটি কোয়ার্টার-ফাইনালে ১৩৪ রানের পুঁজি নিয়ে অসাধারণ পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় আফগানিস্তান। বাংলাদেশের বোলিং ইনিংসে প্রমাণ হয়েছে, ১৫০ রান করতে পারলেও ম্যাচ জয়ের ভালো সম্ভাবনা থাকত।
উইকেট কঠিন, প্রতিপক্ষের ভালো বোলিংয়ের পাশাপাশি নিজেদের দায়ও ছিল। ওপেনার ইফতেখার হোসেন আউট হয়েছেন শরীর থেকে দূরে খেলে। এই পর্যায়ে অভিজ্ঞ প্রান্তিক নওরোজ নাবিল বিদায় নিয়েছেন ছেড়ে দেওয়ার মতো বলে ব্যাট পেতে দিয়ে। বিপর্যয়ের মধ্যে নেমে মিডল অর্ডারে মোহাম্মদ ফাহিম তৃতীয় বলেই যেভাবে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হয়েছে, তা ছিল অবিশ্বাস্য। দলের ব্যাটিংয়ের সবচেয়ে বড় ভরসা আইচ মোল্লা লড়াই চালিয়ে যাচ্ছিলেন। এক ছক্কাও মারেন তিনি। উইকেটে টিকে থাকেন অনেকক্ষণ। কিন্তু ৪৮ বলে ১৭ করে তাকে মাঠ ছাড়তে হয় বাজে রান আউটে।
অধিনায়ক রকিবুল অবশ্য নিজেদের টপ অর্ডারের ব্যর্থতাও কিছুটা স্বীকার করলেন, ‘শুরুতে আমরা কিছু শট খেলেছি, যা খেলা উচিত হয়নি। যদি আমরা কিছু সময় নিতাম, ১০-১৫ ওভার দেখে খেলতাম, তাহলে হয়তো আমাদের জন্য ভালো হতো।’ তবে ঘুরেফিরে টস আর উইকেটের প্রসঙ্গেই আবার ফিরলেন অধিনায়ক। সেমি-ফাইনালের আগে বাদ পড়ার পর এখন স্থান নির্ধারণী দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেদিকে তাকিয়েও বললেন এই ম্যাচের উইকেট নিয়ে আফসোসের কথা, ‘আজকে উইকেটের কারণে ব্যাটসম্যানরা স্বস্তিতে ছিল না। আমাদের জন্য হতাশাজনক। তবে টুর্নামেন্টে সামনে তাকিয়ে আছি আমরা।’
পঞ্চম হওয়ার লড়াইয়ে বাংলাদেশ সোমবার মুখোমুখি হবে পাকিস্তানের। এই ম্যাচের জয়ী দল পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে খেলবে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার ম্যাচের জয়ী দলের সঙ্গে। এই দুই ম্যাচে হেরে যাওয়া দুই দল খেলবে সপ্তম ও অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : ৩৭.১ ওভারে ১১১ ( মাহফিজুল ২, ইফতেখার ১, প্রান্তিক ৭, আইচ ১৭, ফাহিম ০, আশিকুর ১৬, সাকিব ২, রিপন ২* ; হাঙ্কারকার ১/১৯, রবু ২/১৪, রাজ ০/১৬, ভিকি ২/২৫, কুশাল ১/২৭, রাঘুভানসি ১/৪)।
ভারত অনর্ধ্ব-১৯ দল: ৩০.৫ ওভারে ১১৭/৫ (রাঘুভানসি ৪৪, হারনুর ০, রাশিদ ২৬, দুল ২০*, যাদব ৬, রাজ ০, কুশাল ১১* ; আশিকুর ০/২২, তানজিম ১/৩৪ , রিপন ৪/৩১, রাকিবুল ০/৩০)।
ফল : ভারত অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে জয়ী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশের স্বপ্ন ছিনিয়ে নিল ভারত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ