মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হয়। সে অনুযায়ী আগামী ৮ নভেম্বর হাতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নির্বাচন। নির্বাচনের পর সকল আনুষ্ঠানিকতা শেষে ২০১৭ সালের জানুয়ারিতে নতুন প্রেসিডেন্ট পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দলীয় প্রার্থী নির্বাচনের বিভিন্ন ধাপ ও কয়েক মাসের ব্যয়বহুল প্রচার শেষে এখন ভোটের চূড়ান্ত পর্যায়। তবে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন না মার্কিন প্রেসিডেন্ট। নির্বাচিত ইলেক্টর্সদের সংখ্যার ভিত্তিতে নির্ধারিত হবেন আগামীর প্রেসেডেন্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হয় প্রতি চার বছর পর। রীতি অনুযায়ী নির্বাচনী বছরের নভেম্বরের প্রথম সোমবারের পরদিন মঙ্গলবার হয় ভোট। এবার এটি পড়েছে আট নভেম্বর। মার্কিন প্রেসিডেন্ট একইসাথে রাষ্ট্র, সরকারপ্রধান। তিনি মার্কিন সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফও। ন্যূনতম ৩৫ বছর বয়সী জন্মগতভাবে মার্কিনি যে কেউ প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেন। তবে কোনো ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট হতে পারেন না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন না। প্রেসিডেন্ট প্রার্থীকে উদ্দেশ করে ইলেক্টর্সদের ভোট দেয় জনগণ। এই ইলেক্টর বা ইলেক্টরাল কলেজের ভোটে নির্বাচিত হন মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট। মার্কিন কংগ্রেসের সদস্যের সমানসংখ্যক হয় ইলেক্টরের সংখ্যা। কংগ্রেস সদস্যের বাইরে রাজধানী ডিস্ট্র্রিক্ট অফ কলোম্বিয়ায় তিনজন নিয়ে মোট ইলেক্টরাল কলেজের সদস্য সংখ্যা ৫৩৮। এরমধ্যে প্রেসিডেন্ট হতে একজন প্রার্থীর দরকার কমপক্ষে ২৭০ ইলেক্টরাল ভোট। নির্বাচনের ফল ঘোষণার পরই নিশ্চিত হওয়া যাবে কে হচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট। তবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে আরো দুই মাস। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।